অন্ধকারের সাথে ভালোবাসা
- যাযাবর জীবন
বেশ তো ভালোই ছিলি আগের ঐ দিনগুলোতে,
আমাদের দেখা হওয়ার আগে
আমার কাছে আসার আগে
আমাকে ভালোবাসার আগে;
অনেক বার বারণ করেছিলাম
দেখার করব না,
শুনলি না;
অনেক করে বারণ করেছিলাম
কাছে আসিস না,
শুনলি না;
অনেক ভাবে বুঝিয়েছিলাম
ভালোবাসিস না,
বুঝলি না;
ভালোই তো ছিলি বিকেলের বারান্দায় হেলান দেওয়া কিচিমিচি সুখ-পাখি
বেশ তো কেটে যাচ্ছিল তোর পাহাড়ে ওড়া-উড়ি রংধনু সময়,
খামোখাই অন্ধকার ভালোবাসতে গিয়ে
দুপুর রোদে পুড়ে পুড়ে রাত হয়েছিস;
কোন মানে হয় না,
অন্ধকারের সাথে ভালোবাসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন