মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

অর্থের অনর্থ



অর্থের অনর্থ
- যাযাবর জীবন


অর্থ যত চাহিদা তত, জীবনে তারচেয়ে বেশি অনর্থ
অর্থের কাছে বিকোয় সবই, সম্পর্কগুলো হয় ব্যর্থ;
অনেক টাকার অনেক শত্রু, সম্পর্ক করে নষ্ট
জীবন ভাসে টাকার স্রোতে আর সম্পর্ক হারানোর কষ্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন