রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ভুল সময়ের চাঁদ




ভুল সময়ের চাঁদ
- যাযাবর জীবন


কে যেন কড়া নাড়ছে আমার দরজায়,
অসময়ের কড়ানাড়া
ভুল মানুষের কাছে
ভুল সময়ে
ভুল দরজায়;

আমি দরজাটা খোলার আগে ভেবেছিলাম রাত
দরজা খুলতেই সামনে দাঁড়ানো চাঁদ;

কেন কড়া নাড়িস ভুল দরজায়?
ভুল করে বারবার;

অন্ধকার খুঁড়লে কি আর সূর্য পাওয়া যায়?
আমি পুরোটাই রাত।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন