বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

অন্যদেশে অন্যবেশে



অন্যদেশে অন্যবেশে
- যাযাবর জীবন


আজ অনেক অনেক দূরে তুই
আমার ধরা ছোঁয়ার বাইরে
যুদ্ধ করছিস একা একা
মৃত্যুর সাথে
প্রতি মুহূর্তে
একলা হাতে,
আমি সব দেখছি দূর থেকে
পাথর চোখে
অপারগ হয়ে;

অনেক দূরে চলে গিয়েছিস তুই
আমার থেকে
তবুও আমি তোকে দেখতে পাই
প্রতিদিন
কাছে কিংবা দূর থেকে
মানস চোখে
খুব চুপি চুপি
সংগোপনে;

এত বোকা কেন তুই?
দূরে গেলে কি সরে যাওয়া যায়?
কবে তোর চোখ লুকোতে পেরেছিল কান্না?
ঠোঁটে তোর যত হাসিই ছায়,
আমি তোর চোখ দেখি
দেখি উথলে ওঠা কান্না
পাথর চোখে;

বড্ড অভিমানী তুই
বড্ড বেশি অহংকারী
আমি তার চেয়ে বেশি অসহায়;

যদি সত্যিই চলে যাবার সময় ঘনায়
যদি যেতেই হয়
একবার ডাকিস আমায়
শেষবারের মত
ভালোবেসে
মন থেকে;

হয়তো দেখা হবে না এ ভুবনে
তবে হবেই হবে
অন্য খানে
অন্যদেশে
অন্য বেশে
অন্য এক অচেনা ভুবনে।

সেদিন চেয়ে নেব তোকে
তোর থেকে,
আমার একার করে
একদম একান্ত আমার করে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন