রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঘুমস্বপ্নে তুই




ঘুমস্বপ্নে তুই
- যাযাবর জীবন


ভাঙা দরজায় কড়া নাড়তে তোর জুড়ি মেলা ভার।
আমি দরজা খুলতেই ঝাঁপিয়ে ঘরে ঢোকে রোদ
তোর গায়ের বুনো গন্ধ
পেছনে ঝড়ের বেগে তুই;

মন খারাপে সাধ্য কোথায় সূর্যের গায়ে আঁচড় কাটার?
আমি তো ভেসে গিয়েছি কবেই!
তোতে।

দেখ দেখ!
ভাঙা চালে কেমন জ্যোৎস্না পিছলে পড়ছে;

অনেক রাত হয়েছে
ঘুমপরীরা উড়ছে আকাশ আলো করে
এবার ঘুমিয়ে পড় চোখে স্বপ্ন মেখে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন