শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

হেলান পাহাড়ে




হেলান পাহাড়ে
- যাযাবর জীবন


পাহাড়ের ওপর পাহাড়
পাহাড়ের বুকে পাহাড়
মেঘের ওপর মেঘ
মেঘের বুকে মেঘ
পাহাড় হেলান পাহাড়ে
মেঘের হেলান পাহাড় ও মেঘে;

আমারও বড্ড সাধ জেগেছে হেলান দেওয়ার;
বুক খুঁজছি তোর।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন