শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

অন্ধকার গলি



অন্ধকার গলি
- যাযাবর জীবন


কি দেখছিস অমন করে?
কালো না অন্ধকার?
আমায় না রাত?
নাকি মনের রঙ দেখেছিস আমার?
উঁকি দিয়ে মনের ঘরে;

কালো শাড়িতে তোকে বড্ড মানায়
যেমন অন্ধকার আর রাত
ঠিক আমাদের ভালোবাসার মত;

ভালোবাসি তোকে যতবার বলি
হেঁটে যাস তুই চাঁদের দিকে
আলোর দিকে
সূর্যের দিকে;
রাতের দিকে কে আর পিছু হাঁটে?

বিষাদে পরে থাকি
আমি
রাত
আর কুকুর ঘেউঘেউ অন্ধকার গলি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন