কোন এক সময় ফোন নাম্বার লিখে রাখতাম ডায়রিতে
তখন অল্প স্বল্প গোনা গুনতি কিছু মানুষেরই ফোন ছিলো
বেশ কিছুতো মুখস্থই থাকতো আর বাকিগুলো ডায়রিতে,
আজকাল ভিজিটিং কার্ডের যুগ, ডায়রি লিখে কে?
তারপর মোবাইলের যুগ, মোবাইল মানুষের হাতে হাতে
আর কন্টাক্ট ফোন নাম্বারগুলো ষ্টোর থাকতো মোবাইলে
মোবাইলটা হারালো তো সব নাম্বার হারালো
আবার নতুন করে নাম্বার যোগার করার পালা
তবে তখনো খুব কাছের মানুষগুলোর নাম্বার মুখস্থ থাকতো;
এখন এন্ড্রয়েডের যুগ, আমরা ডিজিটাল হয়ে গেছি
মোবাইল নাম্বার ষ্টোর থাকে গুগুল সার্ভারে
আজকাল তো ভিজিটিং কার্ডও ভার্চুয়াল হয়ে গেছে
মোবাইল হারিয়ে গেলেও সমস্যা নেই, গুগুল তো আছে!
নাম্বার মুখস্থ করার দিন পার হয়ে গেছে
আজকাল আবার এক একজনের দু তিনটি করে নাম্বার
নিজের তৃতীয় নাম্বারটা গুগুল থেকে বের করে দিতে হয়।
মনে হয় ডিজিটাল হতে হতে স্মরণশক্তি লোপ পেয়ে গেছে;
যুগের অগ্রগতিতে কন্টাক্ট বাড়ছে আর বাড়ছে,
একবার মোবাইল হারানোর পর নতুন মোবাইলে
নাম্বার সিনক্রোনাইজ করতে গিয়ে নিজেই হতভম্ব
ও কি? আমার মোবাইল কন্টাক্ট লিস্ট দশ হাজার ছাড়িয়েছে!
ব্যক্তিগত ভাবে চিনি ক'জনকে?
যোগাযোগ আছে কজনার সাথে?
একদিন ফেসবুক ম্যাসেঞ্জারে একটা মেসেজ পেলাম
ভাইয়া আপনাকে এড করতে পারছি না
মেসেজ দিচ্ছে আপনার ফ্রেন্ডলিষ্ট পাঁচ হাজার ছাড়িয়েছে,
আমি আশ্চর্য হয়ে দেখি আসলেও তাই
দুটি প্রোফাইলেই পাঁচ পাঁচ দশ হাজার বন্ধু!
কবে? কিভাবে?
ব্যক্তিগত ভাবে চিনি ক'জনকে?
যোগাযোগ আছে কজনার সাথে?
এই যে কন্টাক্ট লিস্টে ঘুমিয়ে থাকা আর ব্যক্তিগত ভাবে যোগাযোগ রাখা!
একটা পার্থক্য আছে না?
কেন শুধু শুধু গুগুল'কে কষ্ট দেওয়া?
যাদের কথা আমার নিজেরই মনে নেই
তাঁদের মনে রাখা, গুগুলের কি এমন ঠ্যাকা?
কন্টাক্ট লিস্ট এর ক'জনার সাথে যোগাযোগ হয়?
ক'জনার সাথে আছে ব্যক্তিগত পরিচয়?
কথা হয় নিয়মিত?
দেখা সাক্ষাৎ? বছরে, দুবছরে একবার?
মেলামেশা আছে?
সামাজিকতা, বাসায় যাওয়া
নিদেন পক্ষে মাসে দুমাসে হায় হ্যালো বলা?
তবে এরা কেন পড়ে আছে কন্টাক্ট লিস্টে?
আমার জানা নেই,
তোমরা জানো কি?
আসলে কন্টাক্ট বাড়াতে বাড়াতে মানুষের সাথে যোগাযোগটাই হারিয়ে গেছে
আর সম্পর্কের ভিতটাই নষ্ট হয়ে গেছে ভার্চুয়ালের ডামাডোলে,
সম্পর্ক থাক আর নাই থাক কন্টাক্টগুলো ঠিক রয়ে গেছে, গুগুল সার্ভারে
কি কাজে, কে জানে?
এক একসময় ভাবি, যদি গুগুল সার্ভার ক্রাশ করে!
আমার সাধের কন্টাক্টগুলোর কি হবে?
আবার কি তখন ফিরে যাব ডায়রির যুগে?
খারাপ হয় না কিন্তু!
অল্প কিছু কন্টাক্ট, নিয়মিত যোগাযোগ
আবার না হয় নতুন করে সম্পর্কের ভিত তৈরি হবে!
২৮ আগস্ট, ২০২০
#কবিতা
কন্টাক্ট লিস্ট
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।