রবিবার, ১৬ আগস্ট, ২০২০

মনচোর

সেই সুদূর অতীতের এক কাকডাকা ভোর
চোখ মেলতেই দেখেছিলাম ঘরে এক চোর
প্রথমে বুঝি নি, চোখ ডলে দেখি পরনে শাড়ি
মাথায় ঝাঁকড়া চুলের ঢেউ যেন কোমর ছাড়ি

আড়মোড়া ভেঙে উঠে বসতেই ফিক করে একমুখ হাসি
মন গেয়ে উঠেছিলো, ভালোবাসি ভালোবাসি
জানালায় সূর্য হেসেছিলো, আর ঘরে তুই
পলকহীন মুগ্ধ আমি তোর দিকে চেয়ে রই 

ভালোবাসা বুঝতে বুঝতে আমাদের দুপুর হয়ে গেলো
আকাশেও সূর্যটা ততক্ষণে বড্ড তেঁতে উঠেছিলো
বাইরের তাপ ভেতরের ভাপ মিলেমিশে জগাখিচুড়ি
কি বোকাই না ছিলাম, আর ভালোবাসায় আনাড়ি

বিকেল হতে না হতেই আকাশে মেঘ, মন বৃষ্টি
আমিই কি ছাই বুঝেছিলেম ভালোবাসার অনাসৃষ্টি
হঠাৎ ঝড়ে কেমন সব তালগোল পাকিয়ে গেলো
আর ছিটকে দুজন দুদিকে, ভালোবাসার কি এলো গেলো? 

ভালোবাসার কিছু না এলে গেলেও দুজনাই রাত জাগে
আর ভেবে ভেবে সারা, কার ভুলটা হয়েছিলো আগে? 
অনেকদিন হয়ে গেলো কেও দেখে না এখন আর জ্যোৎস্না
জানালায় খিল আটা, মন বন্ধ; তবুও কেন যেন চারচোখ কান্না 

নির্ঘুম রাত শেষে প্রতিদিন ফিরে আসে, নতুন কাকডাকা ভোর
মৃত অনুভূতিতে আজ কোথাও নেই কারো মনচোর
ভালোবাসা একসময় মরে যায়ই, অনুভূতির মৃত্যুতে
জীবন কি থেমে থাকে? তরতর এগিয়ে চলে সময় নদীতে।


০৯ আগস্ট, ২০২০

#কবিতা
মনচোর
 - যাযাবর জীবন


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন