শনিবার, ২৯ আগস্ট, ২০২০

ক্ষরণের রঙ লাল


ভোরটা না দিনের, না রাতের
না সূর্যের, না চাঁদের
সন্ধ্যাটাও ঠিক তেমনি;

ভোরবেলাটার যেন সুখ নেই, আছে অসুখ
সন্ধ্যাবেলাটারও যেন আনন্দ নেই, আছে বিষাদ
দুজনারই কেমন যেন মন খারাপ আর ঘুমঘুম অবসাদ;

ঊষালগ্নে পাখিরা কিচিমিচি ঘর ছাড়ে
কিচিমিচি ঘরে ফেরে গোধূলি লগ্নে
লগ্ন দুটি মনে করিয়ে দেয় পাখিদের আবাস;

আমি ঊষালগ্নে ঘুমঘুম জেগে থাকি
অর্ধ জাগ্রত চোখে সূর্যোদয় দেখি
আকাশটা লাল হতে হতে নীল হয়ে যায়;

আমি গোধূলি লগ্নে জেগে জেগে ঘুমাই
অর্ধ ঘুমন্ত চোখে সূর্যাস্ত দেখি
আকাশটা লাল হতে হতে কালো হয়ে যায়;

আমি আকাশের রঙ বদল দেখি ভোর ও সন্ধ্যায়
সূর্য খুঁজি, চাঁদ খুঁজি; কেও নাই; ভোর ও সন্ধ্যায়
শুধু আমি আছি আর আছে রঙ বদলের আকাশ;

আমি সারাদিন মানুষের বদল দেখি, যখন তখন রঙ বদলায়
আমি মানুষের ভেতরের অন্ধকার দেখি, সূর্যের ছায়ায়
একদিন আমারও বড্ড অন্ধকার হতে ইচ্ছে করে রঙ বদলের খেলায়;

আমি রাতভর মানুষের পশু হওয়া দেখি, রিপুর তলায়
মানুষের পশুত্বের নখদন্ত দেখি, জ্যোৎস্নার ছায়ায়
অন্ধকারে আমারও বড্ড পশু হতে ইচ্ছে করে, পশুত্বের খেলায়;

ভোরটা আসলে মন খারাপের সন্ধ্যাটাও তাই
আধো আলো, আধো অন্ধকারে আমি আয়নার সামনে দাঁড়াই
তারপর অনুভূতিগুলো কামড়ে ধরে আবার অনুভূতিশুন্য হয়ে যাই

ঊষালগ্নে আয়নার সামনে দাঁড়াতে নেই, ওখানে অনুভবগুলো বড্ড প্রকট
আয়না দেখতে হয় না গোধূলি লগ্নে, ওখানে অনুভূতিগুলো বড্ড বিকট
ক্ষরণের রঙ লাল, প্রকৃতি কিংবা মনে।

২১ আগস্ট, ২০২০

#কবিতা
ক্ষরণের রঙ লাল
 - যাযাবর জীবন


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন