দশ মিনিটের ঝাপাঝাপি
দশ সেকেন্ডের কামস্খলন
ব্যাস, এটুকুই প্রেম, আর প্রেমের সাতকাহন;
কোন একটা সময় শরীর ছিলো বিয়ের পরে
তারপর একটা সময় শরীর এলো প্রেমের ঘরে
আজকাল আর প্রেম কোথায়?
শরীরটাই হরেদরে;
এখন শরীর চাখতে প্রেম লাগে না
যত না শরীর বিকোয় পতিতালয়ে
তারচেয়ে বেশী বিকোয় স্কুল কলেজে
উঁহু! টাকার বিনিময়ে নয়
শরীর চেনার জন্য
মজা করার জন্য,
আরে এদের তো শরীর চেনার বয়সই হয় নি!
ধ্যাত! তুমি বোকা নাকি?
যেখানে টাকা কথা বলে সেখানেই শরীর
যেখানে স্বার্থ সেখানেই শরীর
যেখানে লেনদেন সেখানেই শরীর
আর কর্পোরেট ছাপ মারা অফিস গুলো?
তোমরাই ভালো জানো!
শুধু শুধু পতিতালয়ের দোষ দিচ্ছ কেন?
বিছানায় যেতে আজকাল প্রেম লাগে কে বলে?
বোকার মত কেনই বা প্রেম খোঁজো পরকীয়ার তলে?
পরকীয়া তো শরীরই, তাই না?
দশ সেকেন্ডের স্খলন
তার জন্য হরেদরে ভাংছে সংসার জীবন,
আরে তাতে কি?
আগে শরীরটা তো চাখি!
একটা সময় ছিলো শরীরের পবিত্রতা
আজকাল ওগুলো শুধুই কথার কথা
পানি দিয়ে ধুয়ে নিলেই শরীর হয়ে যায় শুদ্ধ
ভালোবাসা! সে তো শরীরের ভেতরই কারারুদ্ধ;
এখন শরীরটাই চলে এসেছে মনে
যার সাথে ভালো লাগে বিছানায় তার সনে
কামস্খলনে শরীর আলাদা যখন
আনন্দ তো হলো, যাও না বাবা এখন!
শরীরের শুদ্ধতা? নৈতিকতা? ভালোবাসা?
আপাতত ডিকশনারিতে দেখে নিও,
শোনো! কদিন পরে এগুলোও আর জিজ্ঞাসা করো না
লোকে পাগল ভাববে, শুধু শুধু লোক হাসিও না।
০৭ আগস্ট, ২০২০
#কবিতা
লোক হাসানো
- যাযাবর জীবন
ছবিঃ Mimo Sukh

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন