মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

তারে দেখার সাধ

মেঘের কোলে ভাসে যার মুখ

ছায়া পড়ে তার ঘন কালো দীঘির জলে

একটু একটু করে অস্পষ্ট ভাবে দেখা দিতে চায়

রংধনু রঙের অস্পষ্ট আলোর ঝলকানিতে

আমি অপার তাকিয়ে রই যদি একটিবারের তরে

দেখা যায় তারে, মন ভরে মন ভরে।



দেখা যায় তার দূর থেকে ধুসর কুয়াশার মত মুখ

মধ্য দুপুরের কাঠ ফাটার রৌদ্রের মাঝে মিটিমিটি জ্বলে

চোখ পিটপিট করে তাকিয়ে থাকি আমি

যদি একবারের মত ভালো করে তার

মুখখানি দেখতে পাওয়া যায়।



ঘন বরিষণে বৃষ্টির রিমঝিম শব্দে তার গান শোনা

কিংবা বৃষ্টির মাঝে চশমার কাঁচ ঘষে

তাকে দেখতে পাওয়া চেষ্টা চালিয়ে যাওয়া

কিংবা জ্যোৎস্না রাতে আলোর আকাশের দিকে তাকিয়ে

তার প্রতিবিম্ব দেখা,

মনে আশা যদি তারে একবার দেখা যায় স্পষ্ট করে।



লাল গাড়ীর ঘন কালো কাঁচ ঘেরা আধো অন্ধকারে

ভুস করে ফুটপাতে দাঁড়িয়ে কাঁদা পানি ছিটিয়ে

সামনে দিয়ে রানীর মত চলে যায় সে যে

তবুও নির্লজ্জ আমি এক বেহায়া তার পথ চেয়ে

প্রতিদিন তার নীল গেট এ দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনি

সাথে করে হ্রদয় গোলাপ আর ভালোবাসার ডালি

যদি মুহূর্তের তরে দেখা যায় তার সাথে।



কি বোকা আমি ছিলেম আজ অবধি

কখনো খুলে দেখিনি আমারই হ্রদয় আয়না খানি

সে যে রয়ে গেছে মোর হৃদয় কোনের

আলোকিত ওই আয়নাঘরে

যেথা হতে চোখ বুজেই দেখা যায় তারে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন