শনিবার, ২৯ আগস্ট, ২০২০

লবণ ছিটানোর আনন্দ

লাগুক আর নাই লাগুক মানুষ লবণ ছিটাবেই,
কেও একটু বেশি ছিটায় কেও অল্প
তরকারিতে না হলেও আঙ্গুলের মাথায় অল্প একটু লাগায়ই,
লাগায় ক্ষতে;
নিজের জন্য না ছিটালেও
ছিটায় আরেকজনের জীবন পথে;

এই যে আত্মীয় স্বজন! বন্ধু বান্ধব পরিজন
এক একজন কতই না আপন
অথচ তাঁদেরকে তোমার ক্ষতটা দেখাও তো একটু!
মলম লাগাক আর নাই লাগাক লবণ কিন্তু একটু লাগিয়েই দিবে
সুন্দর করে গায়ে সান্ত্বনার হাত বুলানোর ছলে,
এজন্যই আপনজনকেও ক্ষত দেখাতে নেই
একান্ত বাধ্য না হলে;

লবণ ছিটানোতে একটা অন্যরকম আনন্দ আছে
অসুস্থ ধরনের এক পৈশাচিক আনন্দ,
অথচ আমরা নিজেদের মানুষ বলি, তাই না!
কখনো কোন পশুকে লবণ লাগাতে দেখেছ?
স্বজাতির অন্য কোন পশুর ক্ষতে!
অথচ মানুষ একজন আরেকজনকে লবণ লাগায়
পৈশাচিক আনন্দে, ক্ষত পেলেই তাতে।  

২৬ আগস্ট, ২০২০

#কবিতা
লবণ ছিটানোর আনন্দ
 - যাযাবর জীবন


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন