হাঁসফাঁস জীবন
এসিটা ছাড়তেই ঘর ঠাণ্ডা
আহহ্! শান্তি, শান্তির ঘুম;
ওহে মূর্খ মানব! কবরে এসি কোথায়?
পিঠের তলায় একটা ছোট্ট মাটির ঢেলা
কিংবা নুড়ি-পাথর রেখে দেখ
বড্ড কষ্ট, তাই না?
ঘুমাতে পারবে আদৌ?
শুয়ে থাকতে পারবে কতক্ষণ?
এক মিনিট, দু মিনিট!
তাও খুব চেষ্টা কিরে হয়তো, প্রচণ্ড ব্যথা সয়ে;
একবার কবরের কথা ভাব তো!
পিঠের নিচে মাটি, বালি কিংবা নুড়ি-পাথর
শুয়ে থাকতেই হবে, যুগ যুগান্তর;
মনে কর দুপুর বেলায় সূর্যটা হঠাৎ নিভে গেলো
চারিদিকে মিশমিশে অন্ধকার
কোথাও কোন আলো নেই
কতক্ষণ সইতে পারবে?
কিংবা রাতের ঘুটঘুটে অন্ধকারে
বাতি জ্বালানোর কোন উপায় নেই
একটানা কতক্ষণ সইতে পারবে?
একদিন, দুদিন, বড়জোর তিনদিন?
তারপর? একবার চিন্তা করে দেখো তো!
কবরে বাতি কোথায়? ভেবে দেখেছ?
ওগুলো ভাববার সময় কোথায়?
এ জীবনে নগদে যা পাওয়া যায়
লুটেপুটে খায়,
চোখের ক্ষুধা মেটাতে পেরেছে ক'জনায়?
মনের ক্ষুধা?
আচ্ছা! পেটে কতটা আঁটে?
কবরের ভেতর কে খাওয়াবে তোমাকে?
ধ্যাৎ! বাজে কথা বলো না তো!
মরে গেলে খাবারের কি দরকার?
কি এসে যায় অন্ধকারে?
কি আসে যায় গরম আর ঠাণ্ডাতে?
কি আসে যায় বিছানাতে?
নাস্তিক তো তুমি নও ওহে মানব
তবে এ প্রশ্নগুলো করছ কেন?
একবার ভেবে দেখ
একবার, মাত্র একবার।
১২ আগস্ট, ২০২০
#কবিতা
অন্ধকার জীবন
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন