রবিবার, ১৬ আগস্ট, ২০২০

শরীরের মন খারাপ

মাঝে মাঝে সকালের মন খারাপ হতেই পারে
সকালটা মুখ লুকোয় কুয়াশার ভাঁজে
মাঝে মাঝে দুপুরেরও মন খারাপ হয়
সূর্য লুকায় মেঘের ওপারে
মাঝে মাঝে মেঘেরও মন খারাপ হতে পারে
তাই হয়তো মেঘ বড্ড কাঁদে
মাঝে মাঝে বিকেলের মন খারাপ হলে
বিকেলটাই ঢলে পড়ে সন্ধ্যের কোলে
আর রাতের মন খারাপ হলে?
রাত ঘুমিয়ে যায় অন্ধকারের কোলে;

আচ্ছা! মানুষের কি মন খারাপ হয়?
আরে হয়! হয়!
মানুষেরও তো মাঝে মধ্যে মন খারাপ হতেই পারে;

এই যে আজকাল চারিদিকে কেমন থম ধরে আছে!
এই যে আজকাল করোনা নামক মহামারীতে পৃথিবী ছেয়ে গেছে!
এই যে আজকাল হাতে কোন কাজ নেই!
এই যে আজকাল পকেট ফাঁকা হতে হতে শূন্যের কোঠায়!
এই যে সবেধন চাকরিটা চলে গেলো
এই যে ব্যবসা বাণিজ্য মুখ থুবড়ে পড়লো
এই যে হাসপাতালগুলোতে জায়গা নেই
এই যে চারিদিকে শুধু মৃত্যু সংবাদ
এই যে আজকাল পকেট টান অথচ খিদেয় ওষ্ঠাগত প্রাণ, 
মন খারাপ হয় না?
নাকি এগুলো মন খারাপের কোন কারণ না? 

আচ্ছা! মন খারাপ হলে মানুষ কি করে?
কি জানি? আমি তো ক্রমশ: ডুবে যেতে থাকি অন্ধকারে,
ডুব দিলেই কি মন ভালো হয়?
উঁহু! ডুব দিলে অন্ধকারেরও মন খারাপ হয়
হতাশা ছেয়ে বসে মনের গভীরে
ক্ষুধার জানান দেয় পেট চিৎকার করে 
আমি ভুশ করে জেগে উঠি অন্ধকার থেকে
তারপর পাগলের মত ছোটাছুটি খাদ্যের সন্ধানে;

তবে কি মানুষের মন খারাপের মূল কারণ ক্ষুধা?
হয়তো!
প্রথমে পেটের
তারপর শরীরের
তারপর মনের; 

পেটের ক্ষুধা মিটলেই শরীরের মন খারাপ
শরীরের ক্ষুধা মিটে গেলে মনের মন খারাপ
তারপর অসীম চাহিদার হাহাকার
মন জুড়ে রিপুর কারবার
আর আমার পুরোটা জুড়ে আমিত্বের সমাহার; 

আয়নায় অনেকবার নিজেকে প্রশ্ন করেছি  
আমার আমিত্বের ভেতরে আসলে আমি কার?

আয়না উত্তর জানে
মন জানে
মুখ স্বীকার করে না,
তাই না?

১০ আগস্ট, ২০২০


#কবিতা
শরীরের মন খারাপ
 - যাযাবর জীবন


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন