মানুষই পথ মাড়ায় পথে পথে
একে অন্যের ঘাড়ে চেপে
পেছন থেকে টেনে ধরে, একে অন্যকে;
কেও সামনে বাড়বে? কোথায় জানি কার লাগে
পথ আগলায়, পথ আটকায়, পথ কাটে, পথ মাড়ায়
পিছু কামড়ে ধরে একে অন্যকে, হায় হায়
এই বুঝি আমার থেকে সে ওপরে উঠে যায়!
পিছু টেনে ধরতে জুড়ি নেই মানুষের স্বভাবে
জুড়ি নেই পিছুকথা বলতে, কামড় দিতে পেছন থেকে
কথার কামড় খেয়েছ কখনো?
সাপের বিষ সম;
আচ্ছা! কেও যদি ওপরে উঠেই যায়
আমার ক্ষতি কি? একবারও কি ভাবায়?
ঈর্ষা মানুষের এক সহজাত রিপু
আর রিপুর কাছে পরাজিত মানুষই পথ মাড়ায়;
এই যে পিছু কথা, পিছু কামড় আর পথ মাড়ানো
তোমার গন্তব্য কোথায় জানো?
পথের শেষটায় অপেক্ষায় মাটির ঘর, শেষ গন্তব্য
তবু শুধু শুধুই একে অন্যের পথ আটকানো।
১৬ আগস্ট, ২০২০
#কবিতা
পথ মাড়িয়ে পথের শেষে
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন