শনিবার, ২৯ আগস্ট, ২০২০

নিশ্চিত অন্ধকারের অনিশ্চিত জীবন

একটা আশ্চর্য রকম অদ্ভুত জীবন কাটাচ্ছি আমরা
খাচ্ছি, দাচ্ছি, ঘুমচ্ছি; সবই ঠিক আছে
তবুও কোথায় যেন জীবনের সুর কেটে গেছে,
জীবনটা কেমন যেন বদলে গেছে;

আগে ভোর হতো ঘুম থেকে ওঠার পরে
এখন ঘুমাতে যাই সকাল হওয়ার পরে
আগে ঘর্মাক্ত দুপুর কাটতো অফিসের ব্যস্ততায়
এখন মধ্য দুপুরে চোখের অলস সকাল
সকালের নাস্তা খাই নি কতদিন হয়ে গেছে!
আজকাল নাস্তা হয় একবারে দ্বিপ্রহরের আহারে
ভুলেই গেছি প্রকৃতি দেখি না কতদিন
ঘরের ভেতর মাছচোখে প্রকৃতি দেখি ডিজিটাল স্ক্রিণে
ঐ যে 'ডিজিটাল স্ক্রিণ' দেখছ না?
মোবাইল, ল্যাপটপ, টিভিস্ক্রিণ
ইদানীং জীবনটা আটকে আছে ওর মধ্যেই,
দিন নেই রাত নেই, সকাল নেই সন্ধ্যে নেই
ওখানেই বসে থাকি, ওখানেই হাসি, ওখানেই কাঁদি
ওখানে পরস্পর সাক্ষাৎকার, সামাজিক মেলামেশা
ভার্চুয়াল নামক এক অধরা জগতে,
বড্ড আশ্চর্যরকম অদ্ভুত এক অলস জীবন কাটাচ্ছি আমরা
খাচ্ছি, দাচ্ছি, ঘুমচ্ছি; সবই ঠিক আছে
তবুও বদলে গিয়েছে সবই অনিশ্চয়তায় ছেয়ে,
কর্মহীন জীবন কয়দিন ভালো লাগে?

খেতে তো হয়ই, মুখ খাচ্ছে প্রতিদিনই
চোখ কিন্তু সঞ্চয়ের দিকে
কেমন হরহর করে নেমে যাচ্ছে সঞ্চয়ের কাঁটা
যেন ভাটার পানি নামছে, তীব্র বেগে
অথচ ক্ষুধা নামার কোন লক্ষণই'তো দেখছি না
বরং অলস বসে বসে ক্ষুধা যেন ঊর্ধ্বমুখী জোয়ারের টানে
তারপর? একদিন সঞ্চয় তলানিতে ঠেকলে?
নিশ্চিত অন্ধকারের অনিশ্চিত জীবন, তাই না?


১৮ আগস্ট,২০২০

#কবিতা
নিশ্চিত অন্ধকারের অনিশ্চিত জীবন
 - যাযাবর জীবন


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন