আমাকে চিনছেন বস?
আপনার অফিসের টুকটাক সাপ্লাই এর কাজ করি
খেয়ে পড়ে চলে যাচ্ছিলো আলহামদুলিল্লাহ
কখনো কোন কমপ্লেইন করি নি
কখনো একটি টাকাও বেশি বিল করি নি
জানামতে কখনো খারাপ কোন মাল সাপ্লাই দেই নি
তবুও মাঝে মধ্যে বিল আটকে যেত,
কখনো অল্প, কখনো বেশ খানিকটা
বেশি আটিকে গেলে ধর্না দিতাম
বারবার অফিসে যেতাম
তারপর কোন এক সময় তিরস্কারের থাবা
ধ্যাৎ! কটা তো মাত্র টাকা, আগামী মাসে পেয়ে যাবা;
আপনারা বড় মানুষ, আমার বলার কিছু থাকে না
মুখ বুজে চলে আসি,
অথচ ঐ অল্প কটি টাকাই যে আমার পুঁজি তা বোঝার বুঝ আপনাদের কখনো হয় নি
কতবার মাস পার করে দিয়েছি! ঐ অল্প কটি টাকার আশায়
অন্য কোথাও সাপ্লাই দিতে পারি নি পুঁজির পুরোটা আপনার অফিসে পড়ে থাকায়,
আমাদের মত সাধারণ সাপ্লাইয়ারদের কে আর বাকি দেয় বলুন?
প্রতিদিন যেতাম আপনার অফিসে, প্রতি সপ্তাহে
ধর্না দিতে, বস! বিলের পুরো টাকাটাই বাকি,
একসময় বিরক্ত হয়ে বিল কেটে কুটে কিছু টাকা ধরিয়ে দিয়েছেন মাল খারাপ অজুহাতে
অথচ আপনার পারচেজ ডিপার্টমেন্ট মাল বুঝে নিয়েছিলো পাই পাই গুনে গুনে
কোয়ালিটি দেখে, ওয়ার্ক অর্ডারের সাথে স্যাম্পল মিলিয়ে
তাই নয় কি?
কিছু বলতে পারি নি সেদিন
অপমান হজম করে চলে এসেছি
এর পরও তো কাজ করতে হয় আপনাদের মতই কোন অফিসে
আপনাদের তো আবার খুব দহরম মহরম অন্যান্য অফিসগুলোর সাথে
যদি ভুলক্রমে আমার মালের নষ্ট সার্টিফিকেট দিয়ে দেন অন্য অফিসের বস বন্ধুকে?
আমার কাছ থেকে কি আর মাল নেবে?
সে তো আর মাল যাচাই করবে না
নির্দ্বিধায় আপনারই কথা মেনে নেবে;
আসলে আমরা বড্ড অসহায় আপনাদের মর্জির কাছে
তাই মুখ বুজে সয়ে যাই আপনাদের কথা
আপনারা যা বলেন তাই সঠিক
ভুল যা কিছু সব আমাদেরই
অথচ ক্যামেরার সামনে কতই না করে যাচ্ছেন চ্যারিটি!
বস! আপনার চ্যারিটির মালগুলো কিন্তু আমারই সাপ্লাই দেয়া
জানেন কি?
ধ্যাত! তা কি আর আপনার জানতে বাকি?
বস! মাথার ঘাম পায়ে ফেলে তবেই টুকটাক ব্যবসা করি
আর আপনারা বিলে কলম চালান এসির ঠাণ্ডা হাওয়ায়, ঠাণ্ডা মাথায়
কিংবা আমাদের বিল আটকে রাখাটাই হয়তো আপনাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি;
বস! অনেক দিন তো হয়ে গেলো
প্রায় ছমাস ধরে ছোট্ট একটা বিল আটকে আছে, আমার পুরোটা পুঁজি
ফোন করলে প্রতিবারই বলেন বুঝিরে বুঝি
তবুও দোহাই দিয়ে যাচ্ছেন করোনার মহামারী;
আপনার বেতন কিন্তু চলছে বস
আপনাদের খাওয়া পড়ার কিন্তু কমতি হয় নি
অফিসের ভাড়াও বাকি পড়ে নি
গাড়ির তেলের খরচ, ড্রাইভার, মালী, দারোয়ানের বেতন
সবই কিন্তু চলছে বহাল তবিয়তে
কর্পোরেটের তকমা এঁটে
শুধু আমরাই নগণ্য সাপ্লাইয়ার
আমাদের ক্ষেত্রেই যত অজুহাতের বলিহারি।
২৩ আগস্ট, ২০২০
#কবিতা
কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি
- যাযাবর জীবন
আপনার অফিসের টুকটাক সাপ্লাই এর কাজ করি
খেয়ে পড়ে চলে যাচ্ছিলো আলহামদুলিল্লাহ
কখনো কোন কমপ্লেইন করি নি
কখনো একটি টাকাও বেশি বিল করি নি
জানামতে কখনো খারাপ কোন মাল সাপ্লাই দেই নি
তবুও মাঝে মধ্যে বিল আটকে যেত,
কখনো অল্প, কখনো বেশ খানিকটা
বেশি আটিকে গেলে ধর্না দিতাম
বারবার অফিসে যেতাম
তারপর কোন এক সময় তিরস্কারের থাবা
ধ্যাৎ! কটা তো মাত্র টাকা, আগামী মাসে পেয়ে যাবা;
আপনারা বড় মানুষ, আমার বলার কিছু থাকে না
মুখ বুজে চলে আসি,
অথচ ঐ অল্প কটি টাকাই যে আমার পুঁজি তা বোঝার বুঝ আপনাদের কখনো হয় নি
কতবার মাস পার করে দিয়েছি! ঐ অল্প কটি টাকার আশায়
অন্য কোথাও সাপ্লাই দিতে পারি নি পুঁজির পুরোটা আপনার অফিসে পড়ে থাকায়,
আমাদের মত সাধারণ সাপ্লাইয়ারদের কে আর বাকি দেয় বলুন?
প্রতিদিন যেতাম আপনার অফিসে, প্রতি সপ্তাহে
ধর্না দিতে, বস! বিলের পুরো টাকাটাই বাকি,
একসময় বিরক্ত হয়ে বিল কেটে কুটে কিছু টাকা ধরিয়ে দিয়েছেন মাল খারাপ অজুহাতে
অথচ আপনার পারচেজ ডিপার্টমেন্ট মাল বুঝে নিয়েছিলো পাই পাই গুনে গুনে
কোয়ালিটি দেখে, ওয়ার্ক অর্ডারের সাথে স্যাম্পল মিলিয়ে
তাই নয় কি?
কিছু বলতে পারি নি সেদিন
অপমান হজম করে চলে এসেছি
এর পরও তো কাজ করতে হয় আপনাদের মতই কোন অফিসে
আপনাদের তো আবার খুব দহরম মহরম অন্যান্য অফিসগুলোর সাথে
যদি ভুলক্রমে আমার মালের নষ্ট সার্টিফিকেট দিয়ে দেন অন্য অফিসের বস বন্ধুকে?
আমার কাছ থেকে কি আর মাল নেবে?
সে তো আর মাল যাচাই করবে না
নির্দ্বিধায় আপনারই কথা মেনে নেবে;
আসলে আমরা বড্ড অসহায় আপনাদের মর্জির কাছে
তাই মুখ বুজে সয়ে যাই আপনাদের কথা
আপনারা যা বলেন তাই সঠিক
ভুল যা কিছু সব আমাদেরই
অথচ ক্যামেরার সামনে কতই না করে যাচ্ছেন চ্যারিটি!
বস! আপনার চ্যারিটির মালগুলো কিন্তু আমারই সাপ্লাই দেয়া
জানেন কি?
ধ্যাত! তা কি আর আপনার জানতে বাকি?
বস! মাথার ঘাম পায়ে ফেলে তবেই টুকটাক ব্যবসা করি
আর আপনারা বিলে কলম চালান এসির ঠাণ্ডা হাওয়ায়, ঠাণ্ডা মাথায়
কিংবা আমাদের বিল আটকে রাখাটাই হয়তো আপনাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি;
বস! অনেক দিন তো হয়ে গেলো
প্রায় ছমাস ধরে ছোট্ট একটা বিল আটকে আছে, আমার পুরোটা পুঁজি
ফোন করলে প্রতিবারই বলেন বুঝিরে বুঝি
তবুও দোহাই দিয়ে যাচ্ছেন করোনার মহামারী;
আপনার বেতন কিন্তু চলছে বস
আপনাদের খাওয়া পড়ার কিন্তু কমতি হয় নি
অফিসের ভাড়াও বাকি পড়ে নি
গাড়ির তেলের খরচ, ড্রাইভার, মালী, দারোয়ানের বেতন
সবই কিন্তু চলছে বহাল তবিয়তে
কর্পোরেটের তকমা এঁটে
শুধু আমরাই নগণ্য সাপ্লাইয়ার
আমাদের ক্ষেত্রেই যত অজুহাতের বলিহারি।
২৩ আগস্ট, ২০২০
#কবিতা
কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন