শনিবার, ২৯ আগস্ট, ২০২০

প্রেমের স্বরবর্ণ

অনন্যা এক বালিকা সেদিন চোখে পড়েছিলো
আড়ম্বর ছিলো না তার চালচলনে
ইতিহাস গড়তে হয় নি তাকে প্রেম নিবেদনে
ঈগল নজর ছিলো আমার অষ্টাদশী তোতে     
উইভিল হয়ে ঢুকে গিয়েছিলাম তোর জীবনে 
ঊর্ধ্বাকাশে উড়েছিলাম তারপর থেকে দুজনে
ঋণী করে রেখেছিলো কিছু শুভাকাঙ্ক্ষী সেদিন
এস্রাজের সুরে সেই থেকে নতুন জীবন 
ঐকল্য ঝেড়ে আমাদের নতুন জীবনের শুরু
ওরা কখনোই বুঝবে না প্রেমের স্বরবর্ণ     
ঔদাসীন্যে ব্যর্থ জীবন যাদের।


20 আগস্ট, ২০২০

#কবিতা
প্রেমের স্বরবর্ণ
- যাযাবর জীবন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন