মানুষ রাক্ষস চেনো?
চেনো না? আমাকে দেখো,
আমি যখন যা পাই, খাই
আমার কোন বাছবিচার নাই
আমি মানুষ রাক্ষস তাই;
ঠিকাদারি ব্যবসায় ক টাকা আর লাভ করা যায়?
এই টেবিল, ঐ টেবিল, সেই টেবিল
এই স্যার, ঐ স্যার, সেই স্যার
সবাই'কে খাইয়ে তারপরই তো কাজ পাই
আমি কি খাই?
আরে আমিও খাই,
ইট খাই, বালু খাই, সিমেন্ট খাই
রড খাই, পাথর খাই
শ্রমিকের ঘাম খাই, রক্ত খাই, মজুরী খাই
খেতে খেতে খেতে খেতে পেট ভরে যায়
মন কি ভরে?
মন না ভরলে লোভ চিবিয়ে খাই
আমি মানুষ রাক্ষস তাই;
বিভিন্ন ব্যবসায় ক টাকা আর লাভ বলো?
সে পাইকারিই হোক কিংবা খুচরোই
মন আমার খাই খাই
আমি ওজন খাওয়া শুরু করি
তারপর হয়ে যাই ভেজালের কারবারি
মজুদদারি, কালোবাজারি কি না করি?
এগুলো অন্যায়?
জ্ঞান দিতে এসো না তো!
তোমাদের সুযোগের অভাবে ভালোমানুষি
জানি, আমি খুব জানি
লোভী বললে? হ্যাঁ রে ভাই, আমি লোভ চিবিয়ে খাই
আমি মানুষ রাক্ষস তাই;
কি বললে?
বই খাচ্ছি কেন?
আরে বই তো ছাগলে খায়
তোমরা বই দিয়ে ঠোঙা বানিয়ে যেগুলো ফেলো ডাস্টবিনে,
আমি বুদ্ধি খাই, মগজ খাই
ক্রমাগত তোমাদের মগজে হাতুড়ি পেটাই
পেটাতে পেটাতে মিথ্যাকে সত্য বানাই
কদিন লাগে একটা মিথ্যাকে সত্য বানাতে!
ওদের, তাদের আর তাঁদের সাথে মিলে মিশে
আমি পুরো শিক্ষা ব্যবস্থাকেই খেলে ফেলি অবশেষে
অমানুষ বললে? ধ্যাত! গালটাও দিতে পারিস না রে ভাই
আরে বোকা! আমি তখমা লাগানো সর্বভুক
আমার জন্য কোন নিয়ম কানুন নাই
আমি সব খাই
আমি মানুষ রাক্ষস তাই;
ধর্ম-কথা?
আমি মনবন্ধ করে রাখি রে ভাই
সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই
মদ, মেয়েমানুষ যখন যা পাই
আরে রিপুর কামড় মাথায় উঠলে কখনো কখনো
বাচ্চা বাচ্চা ছেলেগুলোও রেহাই নাই,
আমি রাক্ষস আমি খোক্কশ, খাই না এমন কিছু নাই
কৃষি শিল্প ইমপোর্ট এক্সপোর্ট ব্যাংক বীমা শিক্ষা চিকিৎসা
রাস্তাঘাট নদীনালা ভূমি এমন কি দেশটাকে খেয়ে খেয়ে
এখন তোমাদের মাঝে বেঁচে থাকা কিছু সো কলড সততাগুলোকে খাই
আর তো খাবারের কিছুই বাকি নাই,
মানুষকে চুষে চুষে রক্ত ঘাম খেতে খেতে
একদিন খুব ইচ্ছে একটা আস্ত মানুষই খেয়ে ফেলব,
আচ্ছা আস্ত মানুষ কোথায় পাই?
আমি মানুষ রাক্ষস তাই।
২৭ আগস্ট, ২০২০
#কবিতা
আমি মানুষ রাক্ষস তাই
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন