দাম্পত্য,
এক আজব সম্পর্ক;
সম্পর্কটা কেমন?
পতি পত্নী ছাড়া আর কেও জানে না;
কোন সম্পর্কে তাল লয় সুর সব ঠিক থাকার পরেও কোথায় জানি সূক্ষ্ম ফাটল!
কারো সাধ্য নেই বাইরে থেকে বোঝার
অথচ সূক্ষ্ম ফাটলে আলাদা বিছানা
আর নির্ঘুম সারারাত
বাইরের কেও জানতেও পারে না;
কোন সম্পর্কে সবকিছু ঠিক থাকার পরেও ইগো নামে এক ভাইরাস ঢোকে;
দুজনার একসাথে এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা
অথচ সম্পর্ক বিভাজনে ইগোর কোলবালিশটা
দুজনারই মন পোড়ে
অথচ হাতটা বাড়ানো হয় না ইগোর ওপারে
দাম্পত্য গুমরে কাঁদে কোলবালিশের দু পাড়ে;
কিছু সম্পর্ক তো পুরোই অদ্ভুতুড়ে,
সারাদিন দুজনার মুখেই মরিচের ঝাল
অথচ কেও কাওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না
আর রাতে দুজন দুজনকে জড়িয়ে নির্ভরতার ঘুমে
ভালোবাসাটা বাইরে থেকে বোঝাই যায় না;
কারো কারো অবস্থান দুজন দুজন থেকে অনেক অনেক দূরে
জীবিকার প্রয়োজনে
তবুও একজন আরেকজনের মনের ঘরে
এর আকাশে চাঁদ তো ওর ঘরে জ্যোৎস্না
এর আকাশে বৃষ্টি তো ওর মনে কান্না
ভালোবাসা? হিসেব বোঝে না;
আবার কোন সম্পর্ক পুরোটাই বেসুরা
হাঁড়িকুঁড়ি ঝনঝন থেকে খাট আলাদা হতে হতে
ঘর আলাদা
সন্তান আলাদা
তারপর আলাদা হয়ে যায় দাম্পত্য,
আজকাল খুব হচ্ছে;
এই যে দাম্পত্যে কলহ ঘরে ঘরে!
অথচ একজনের জন্য আরেকজনের মন কিন্তু ঠিকই পোড়ে
তবুও ইগো চলে আসে সম্পর্কের ওপরে
আর অভিমানগুলো সম্পর্ক ছাপিয়ে;
এক একজনের দাম্পত্য এক এক রকম
আর দাম্পত্যের সম্পর্কগুলোও নানা রকম
কখন যে হাসায় আর কখন যে কাঁদায়! কেও বলতে পারে না,
কারোটা রংধনু রঙিন কারোটা সাদাকালো
কারোটা সুখের কারোটা দুঃখের
কিছু হাসায় কিছু কাঁদায়
কিছু ভালোবাসায় আর কিছু হরেদরে জীবন পার করে যায়,
কারোর সাথে কারোটা মেলে না।
৩১ জুলাই, ২০২০
#কবিতা
নানা রকম দাম্পত্য
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
এক আজব সম্পর্ক;
সম্পর্কটা কেমন?
পতি পত্নী ছাড়া আর কেও জানে না;
কোন সম্পর্কে তাল লয় সুর সব ঠিক থাকার পরেও কোথায় জানি সূক্ষ্ম ফাটল!
কারো সাধ্য নেই বাইরে থেকে বোঝার
অথচ সূক্ষ্ম ফাটলে আলাদা বিছানা
আর নির্ঘুম সারারাত
বাইরের কেও জানতেও পারে না;
কোন সম্পর্কে সবকিছু ঠিক থাকার পরেও ইগো নামে এক ভাইরাস ঢোকে;
দুজনার একসাথে এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা
অথচ সম্পর্ক বিভাজনে ইগোর কোলবালিশটা
দুজনারই মন পোড়ে
অথচ হাতটা বাড়ানো হয় না ইগোর ওপারে
দাম্পত্য গুমরে কাঁদে কোলবালিশের দু পাড়ে;
কিছু সম্পর্ক তো পুরোই অদ্ভুতুড়ে,
সারাদিন দুজনার মুখেই মরিচের ঝাল
অথচ কেও কাওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না
আর রাতে দুজন দুজনকে জড়িয়ে নির্ভরতার ঘুমে
ভালোবাসাটা বাইরে থেকে বোঝাই যায় না;
কারো কারো অবস্থান দুজন দুজন থেকে অনেক অনেক দূরে
জীবিকার প্রয়োজনে
তবুও একজন আরেকজনের মনের ঘরে
এর আকাশে চাঁদ তো ওর ঘরে জ্যোৎস্না
এর আকাশে বৃষ্টি তো ওর মনে কান্না
ভালোবাসা? হিসেব বোঝে না;
আবার কোন সম্পর্ক পুরোটাই বেসুরা
হাঁড়িকুঁড়ি ঝনঝন থেকে খাট আলাদা হতে হতে
ঘর আলাদা
সন্তান আলাদা
তারপর আলাদা হয়ে যায় দাম্পত্য,
আজকাল খুব হচ্ছে;
এই যে দাম্পত্যে কলহ ঘরে ঘরে!
অথচ একজনের জন্য আরেকজনের মন কিন্তু ঠিকই পোড়ে
তবুও ইগো চলে আসে সম্পর্কের ওপরে
আর অভিমানগুলো সম্পর্ক ছাপিয়ে;
এক একজনের দাম্পত্য এক এক রকম
আর দাম্পত্যের সম্পর্কগুলোও নানা রকম
কখন যে হাসায় আর কখন যে কাঁদায়! কেও বলতে পারে না,
কারোটা রংধনু রঙিন কারোটা সাদাকালো
কারোটা সুখের কারোটা দুঃখের
কিছু হাসায় কিছু কাঁদায়
কিছু ভালোবাসায় আর কিছু হরেদরে জীবন পার করে যায়,
কারোর সাথে কারোটা মেলে না।
৩১ জুলাই, ২০২০
#কবিতা
নানা রকম দাম্পত্য
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন