মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

কে উত্তর দেবে?

সময়ের গাড়ি কি খুব দ্রুত চলে?
নাকি ঘষটে ঘষটে!
কিছু একটা হবে, তবে সময় গড়াচ্ছে;

দেখতে দেখতে প্রায় চারমাস হয়ে গেলো
গৃহবন্দী চারমাস, ইচ্ছে করে কি?
উঁহু! ঐ যে কি এক করোনা ছেয়ে গেলো পৃথিবী জুড়ে!
এ তারই সূত্র ধরে;

প্রথম দুমাস খুব ভয়ে ভয়ে
তারপরের মাসটায় একবার দুবার বের হওয়া হয়েছিলো নিত্য প্রয়োজনে
তারপরের মাসটায় যেন অনেকটা ভয় কেটে যাচ্ছে,
জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হয়ে আসছে;

তাই কি?
কারো কারো কাছে হয়তো কিছুটা স্বাভাবিক!
যাদের চাল চুলোর হিসেব করতে হয় না
যারা চাকরি হারায় নি
কিংবা যাদের ব্যবসায়িক ক্ষতির পরিমাণ যৎসামান্য;

আর যারা চাকরি হারিয়েছে?
যাদের ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ডুবে গেছে?
যাদের সঞ্চয় তলানিতে ঠেকেছে?
তারা বুঝছে,
হ্যাঁ, তারাই বুঝছে সময় কি দৌড়চ্ছে না থমকে গেছে!

একটা চাকরি হারানো মানে একটা পরিবার পথে বসে যাওয়া,
একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান ডুবে যাওয়া মানে আট দশটা পরিবারের হতাশা,
তারাই বোঝে যারা ভুক্তভোগী
আর বাকিদের সময় ক্ষেপণ;

কারো সময় থমকে আছে, কারো দৌড়চ্ছে
ক্ষুধা কি থেমেছে পেটের?
খরচ কি কমেছে কোথাও?
এই যে দৈনন্দিন ভাতের যোগান
এই যে সন্তানের পড়ালেখা
নিত্য প্রয়োজনীয় এটা, ওটা
এই যে এখানে ওখানে হন্যে হয়ে কাজ খোঁজা!
এগুলোতে পয়সা লাগে না?

পয়সা?
সে তো তলানিতে;

তারপর!
কে উত্তর দেবে?

২৭ জুলাই, ২০২০

#কবিতা
কে উত্তর দেবে?
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন