কিছু কিছু রাত আসে কিছু গল্প নিয়ে
কথা বলে মনের সাথে
কিছু স্মৃতিচারণ, কিছু কল্পকথন, কিছু দুঃখ গাঁথন
আমি চুপচাপ মনের সাথে কথা বলি একান্তে একা একা
রাস্তাটা গভীর রাতে বেশ ফাঁকা ফাঁকা
একটি দুটি রিক্সা টুং টাং শব্দ
মাঝে মধ্যে চিড়চিড় করে পিচ কাটে একটি দুটি গাড়ির চাকা
সে কয়েক মুহূর্ত
তারপর আবার মনের সাথে আমি একা;
কখনো কখনো রাতটা অন্ধকার
কখনো কখনো আকাশে জ্যোৎস্না
কখনো চাঁদ আর তারার সাথে মেঘের খেলা
কোন কোন রাতে খুব চিড়চিড়ে গরম
কোন কোন রাতে ভিজে বাতাসে মন নরম
আমি পাটি পেতে ছাদে
আর মন স্মৃতির ফাঁদে;
ছাদ থেকে মন বেয়ে বেয়ে আকাশে উঠে যেতে থাকি
ওখানে মেঘেদের ছুঁয়ে দিতেই ভিজতে থাকি স্মৃতির বৃষ্টিতে
তারপর এক সময় চুপচুপে ভেজা হয়ে নেমে আসি ছাদে
ও কি! ওখানে দেখি জ্যোৎস্নার বান ডেকেছে
চাঁদের সাথে গল্পে মেতে উঠে আমি সাঁতার কাটি জ্যোৎস্না স্রোতে
তারপর পেছনে ফেলে আসা একরাশ দুঃখগুলো পিছু ডাকে
আমি নদী হই কান্নায় ডুবে
স্মৃতিগুলো গল্প শোনায়, হাসায়, কাঁদায়
ভাসায় ডোবায় স্মৃতির জোয়ারে
তারপর একসময় ঘুম এসে চোখ চুমতেই
আমি তলিয়ে যাই গভীর অন্ধকারে।
০৫ আগস্ট, ২০২০
#কবিতা
স্মৃতির সাথে কথোপকথন
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কথা বলে মনের সাথে
কিছু স্মৃতিচারণ, কিছু কল্পকথন, কিছু দুঃখ গাঁথন
আমি চুপচাপ মনের সাথে কথা বলি একান্তে একা একা
রাস্তাটা গভীর রাতে বেশ ফাঁকা ফাঁকা
একটি দুটি রিক্সা টুং টাং শব্দ
মাঝে মধ্যে চিড়চিড় করে পিচ কাটে একটি দুটি গাড়ির চাকা
সে কয়েক মুহূর্ত
তারপর আবার মনের সাথে আমি একা;
কখনো কখনো রাতটা অন্ধকার
কখনো কখনো আকাশে জ্যোৎস্না
কখনো চাঁদ আর তারার সাথে মেঘের খেলা
কোন কোন রাতে খুব চিড়চিড়ে গরম
কোন কোন রাতে ভিজে বাতাসে মন নরম
আমি পাটি পেতে ছাদে
আর মন স্মৃতির ফাঁদে;
ছাদ থেকে মন বেয়ে বেয়ে আকাশে উঠে যেতে থাকি
ওখানে মেঘেদের ছুঁয়ে দিতেই ভিজতে থাকি স্মৃতির বৃষ্টিতে
তারপর এক সময় চুপচুপে ভেজা হয়ে নেমে আসি ছাদে
ও কি! ওখানে দেখি জ্যোৎস্নার বান ডেকেছে
চাঁদের সাথে গল্পে মেতে উঠে আমি সাঁতার কাটি জ্যোৎস্না স্রোতে
তারপর পেছনে ফেলে আসা একরাশ দুঃখগুলো পিছু ডাকে
আমি নদী হই কান্নায় ডুবে
স্মৃতিগুলো গল্প শোনায়, হাসায়, কাঁদায়
ভাসায় ডোবায় স্মৃতির জোয়ারে
তারপর একসময় ঘুম এসে চোখ চুমতেই
আমি তলিয়ে যাই গভীর অন্ধকারে।
০৫ আগস্ট, ২০২০
#কবিতা
স্মৃতির সাথে কথোপকথন
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন