রবিবার, ১৬ আগস্ট, ২০২০

ধুসর পথে

সবুজের ওপারে সবুজ
তার ওপারে নীলাকাশ
সবুজ চিড়ে একটা পথ
পথটা ধুসর, এবড়ো থেবড়ো অচেনা
একদিন আমরা এই পথ ধরে হেঁটে যাব
না হয় নাই থাকলো কোন গন্তব্য
পথে যেতে যেতে না হয় চিনে নেব পথ
হাঁটতে হাঁটতেই না হয় কিছুটা আমরা চিনবো নিজেদের!
তারপর পথটাই বলে দেবে আমাদের গন্তব্য,
মিলনের কিংবা বিচ্ছেদের;
কত গল্পই তো লেখা হয় পথে পথে
আমরা না হয় একটা কবিতা আঁকবো পথ হেঁটে,
মিলনের কিংবা বিচ্ছেদের।

১২ অগাস্ট, ২০২০

#কবিতা
ধুসর পথে
- যাযাবর জীবন


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন