সম্পর্কগুলো ইটের মত
যত্রতত্র পড়ে থাকে এখানে ওখানে
ওগুলোকে গাঁথতে হয় আবেগ নামক সিমেন্ট দিয়ে;
রক্তের সম্পর্কগুলো একই ভাটার ইট
ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরোটা খোলা জুরে
দেয়াল গাঁথতে হয় ভালোবাসার সিমেন্ট ভরে
কেও পারে, দেয়াল শক্ত হয়
কেও বা ব্যর্থ হয়, ইটগুলো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়;
ভালোবাসার ইটগুলো এক একটি এক এক ভাটার
এখানে মাঝে মাঝে মাত্র দুটি ইট জোড়া লাগে
প্রেমের আবেগে
আবেগের তীব্রতায় সিমেন্টের রকমফের
কোন কোন সিমেন্টে ছলনার বালুর আধিক্য
ফলশ্রুতিতে সম্পর্কের অপমৃত্যু
আবার নতুন আবেগে নতুন দু ভাটার দুটি ইট,
প্রেমের আবেগে আবার নতুন ভাবে ফিট
তবে কোন কোন সিমেন্টে জোরালো আবেগ মাখা
টিকে গেলো তো একদম মিলেমিশে আঠা;
বিয়ের ইট দুটোও ভিন্ন ভাটার
কবুল সিমেন্টে বাইরে থেকে জোড়া লাগানো
তারপর ধীরে ধীরে ভালোবাসার আবেগে সিমেন্টে পানি ঢালে
বিশ্বাসে কিওরিং করে
সিমেন্ট শক্ত হয়, বন্ধনের দেয়াল গড়ে
বেশিরভাগ দেয়াল শক্ত হতে হতে ঘর তৈরি হয়
তারপর অটুট বন্ধনের ইমারত,
আর অল্পকিছু জোড়া ইটে দুর্বল আবেগেরে সিমেন্ট পড়ে
কোন কোন ইটের জোড়া খুলে যায় ঝুরঝুর হয়ে
কোন কোন জোড়া জোর করে বাইরে থেকে দেয়া পানিতে ধুঁকে ধুঁকে টিকে থাকে
আর অল্প কিছু জোড়া খানখান হয়ে ছিটকে যায় দুদিকে;
বন্ধুত্বের ইটগুলো এক এক ভাটা থেকে কুড়ানো
এক অদৃশ্য আঠায় জোড়া লেগে যায় কারণ ছাড়াই
কিছু কিছু ইট শুধুই জোড়া লেগে থাকে
কিছু কিছু ইট কারণ ছাড়াই শক্ত প্রাচীর গড়ে
আবার কোন কোন ইটগুলো চেষ্টার সিমেন্টেও জোড়া লাগানো যায় না
সম্পর্কগুলো নির্ভর করে কিছুটা ভাটার উপর
কিছুটা ইটের ওপর
আর বাকিটা সিমেন্টের ওপর;
শুধুই পিকেট বানায় খুব অল্প কিছু ভাটা
এরাই সম্পর্ক বুক দিয়ে আগলায়
এরাই পরিবারের মাথা;
কিছু কিছু রক্ত সম্পর্কের ইটগুলো সিমেন্টের দুর্বলতা সত্ত্বেও
বাইরের সকল ঝড় ঝঞ্ঝা সয়েও এক হয়ে থাকে
আবার ভালোবাসার শক্ত সিমেন্ট সত্ত্বেও
রক্ত সম্পর্কের ইটগুলোরই তুচ্ছ স্বার্থে চুরচুর আলাদা দিন কাটে;
সিমেন্টের কোয়ালিটি নির্ভর করে আবেগের ঘনত্বের ওপর
ভালোবাসা, বিশ্বাস আর সততার কিওরিং এ দেয়াল শক্ত হয়
ঘর তৈরি হয়, গড়ে ওঠে ইমারত;
আবার মিথ্যা, ছলনা আর অসততার সিমেন্ট ইটগুলোকেই আলগা করে ফেলে
কিওরিং নষ্ট হতে হতে সম্পর্কের বাঁধন আলগা হতে থাকে
একসময় ঝুরঝুর দেয়াল ভেঙে দেয় সম্পর্কের খেসারত;
সম্পর্কের ইট ভাটায় আমরা সকলেই এক একটা ইট
কারো জন্ম পিকেট হওয়ার জন্য কারো শুধুই ইট কেও হয় ঝুরঝুরে মাটি
কেও আবেগের সিমেন্টে ইমারত গড়ে কেও অতি আবেগে জোড়া ভাঙে
কেও পরিবার নিয়ে দিন কাঁটায় কেও বা একলা, একাকীত্বটুকুই সাথি।
০২ আগস্ট, ২০২০
#কবিতা
সম্পর্কের ইট ভাটা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
যত্রতত্র পড়ে থাকে এখানে ওখানে
ওগুলোকে গাঁথতে হয় আবেগ নামক সিমেন্ট দিয়ে;
রক্তের সম্পর্কগুলো একই ভাটার ইট
ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরোটা খোলা জুরে
দেয়াল গাঁথতে হয় ভালোবাসার সিমেন্ট ভরে
কেও পারে, দেয়াল শক্ত হয়
কেও বা ব্যর্থ হয়, ইটগুলো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়;
ভালোবাসার ইটগুলো এক একটি এক এক ভাটার
এখানে মাঝে মাঝে মাত্র দুটি ইট জোড়া লাগে
প্রেমের আবেগে
আবেগের তীব্রতায় সিমেন্টের রকমফের
কোন কোন সিমেন্টে ছলনার বালুর আধিক্য
ফলশ্রুতিতে সম্পর্কের অপমৃত্যু
আবার নতুন আবেগে নতুন দু ভাটার দুটি ইট,
প্রেমের আবেগে আবার নতুন ভাবে ফিট
তবে কোন কোন সিমেন্টে জোরালো আবেগ মাখা
টিকে গেলো তো একদম মিলেমিশে আঠা;
বিয়ের ইট দুটোও ভিন্ন ভাটার
কবুল সিমেন্টে বাইরে থেকে জোড়া লাগানো
তারপর ধীরে ধীরে ভালোবাসার আবেগে সিমেন্টে পানি ঢালে
বিশ্বাসে কিওরিং করে
সিমেন্ট শক্ত হয়, বন্ধনের দেয়াল গড়ে
বেশিরভাগ দেয়াল শক্ত হতে হতে ঘর তৈরি হয়
তারপর অটুট বন্ধনের ইমারত,
আর অল্পকিছু জোড়া ইটে দুর্বল আবেগেরে সিমেন্ট পড়ে
কোন কোন ইটের জোড়া খুলে যায় ঝুরঝুর হয়ে
কোন কোন জোড়া জোর করে বাইরে থেকে দেয়া পানিতে ধুঁকে ধুঁকে টিকে থাকে
আর অল্প কিছু জোড়া খানখান হয়ে ছিটকে যায় দুদিকে;
বন্ধুত্বের ইটগুলো এক এক ভাটা থেকে কুড়ানো
এক অদৃশ্য আঠায় জোড়া লেগে যায় কারণ ছাড়াই
কিছু কিছু ইট শুধুই জোড়া লেগে থাকে
কিছু কিছু ইট কারণ ছাড়াই শক্ত প্রাচীর গড়ে
আবার কোন কোন ইটগুলো চেষ্টার সিমেন্টেও জোড়া লাগানো যায় না
সম্পর্কগুলো নির্ভর করে কিছুটা ভাটার উপর
কিছুটা ইটের ওপর
আর বাকিটা সিমেন্টের ওপর;
শুধুই পিকেট বানায় খুব অল্প কিছু ভাটা
এরাই সম্পর্ক বুক দিয়ে আগলায়
এরাই পরিবারের মাথা;
কিছু কিছু রক্ত সম্পর্কের ইটগুলো সিমেন্টের দুর্বলতা সত্ত্বেও
বাইরের সকল ঝড় ঝঞ্ঝা সয়েও এক হয়ে থাকে
আবার ভালোবাসার শক্ত সিমেন্ট সত্ত্বেও
রক্ত সম্পর্কের ইটগুলোরই তুচ্ছ স্বার্থে চুরচুর আলাদা দিন কাটে;
সিমেন্টের কোয়ালিটি নির্ভর করে আবেগের ঘনত্বের ওপর
ভালোবাসা, বিশ্বাস আর সততার কিওরিং এ দেয়াল শক্ত হয়
ঘর তৈরি হয়, গড়ে ওঠে ইমারত;
আবার মিথ্যা, ছলনা আর অসততার সিমেন্ট ইটগুলোকেই আলগা করে ফেলে
কিওরিং নষ্ট হতে হতে সম্পর্কের বাঁধন আলগা হতে থাকে
একসময় ঝুরঝুর দেয়াল ভেঙে দেয় সম্পর্কের খেসারত;
সম্পর্কের ইট ভাটায় আমরা সকলেই এক একটা ইট
কারো জন্ম পিকেট হওয়ার জন্য কারো শুধুই ইট কেও হয় ঝুরঝুরে মাটি
কেও আবেগের সিমেন্টে ইমারত গড়ে কেও অতি আবেগে জোড়া ভাঙে
কেও পরিবার নিয়ে দিন কাঁটায় কেও বা একলা, একাকীত্বটুকুই সাথি।
০২ আগস্ট, ২০২০
#কবিতা
সম্পর্কের ইট ভাটা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন