মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

ভার্চুয়াল বন্ধুত্ব ও প্রেম

কোন একদিন বন্ধু ছিলো তারা
ফেসবুক নামক ভার্চুয়ালে
অনেক তাদের খাতির ছিলো
যেন দুই ভাই গলে গলে

একদিন হঠাৎ নেটের জগতে
এক সুন্দরীর আগমন ঘটে
বন্ধু দুজন একসাথে তারা
সুন্দরীর প্রেমে পড়লো বটে

তারপর কোন একদিন ম্যাসেঞ্জারে
দু বন্ধুর কথোপকথন
একসাথেই তাদের অনুরক্তির কথা
ম্যাসেঞ্জারের দু প্রান্ত দুজন

দুজনার ম্যাসেঞ্জারে একসাথে ভাসে
অপর বন্ধুর মনের কথা
থতমত খেয়ে দু বন্ধু দু প্রান্তে
হঠাত নির্বাক দু স্রোতা

এক নারীতে দুজন মজেছে
দুজনের মনেতেই পাল
প্রেমের পালেতে দুদিকের হাওয়াতে
বন্ধুত্ব বড্ড নাজেহাল

বাক বিতণ্ডায় ম্যাসেঞ্জার গরম
এ বলে তার দোষ
আমি আগে প্রেমেতে মজেছি
তুই এখন সরে বোস

ওদিক থেকে উত্তর যায় 
সুন্দরী আমার প্রণয়িনী
তুই বজ্জাত তুই ধোঁকাবাজ 
যেন রণাঙ্গনের কাহিনী

একটা দুটো বিতণ্ডা হতে হতে
ভরে ওঠে ম্যাসেঞ্জার চ্যাট
গরম কথায় দুজন দুজনকে
একসাথে ব্লক মারে, ধ্যাত!

সেই থেকে তারা দুজন আলাদা
বন্ধুত্বটাই গেলো হারায় 
সুন্দরী কিন্তু দুজনার সাথেই
চুটিয়ে গল্প করে যায়

সুন্দরীর ম্যাসেঞ্জারে রাত জেগে জেগে
ত্রিমুখী চ্যাট চলে
দুজন একসাথে কোন এক শুভরাতে
সুন্দরীকে ভালোবাসি বলে

হতভম্ব সুন্দরী থমকে গিয়ে
দুজনকে দুহাত ঝাড়ে
রাগাহ্নিতা বলে বন্ধুত্বের বন্ধনে
প্রেম হয় কি করে!   

অনেক অনুনয় ম্যাসেঞ্জারের দুদিকে
সুন্দরী তখন বড্ড বিপাকে
বুঝিয়ে দুজনকে বিরক্ত হয়ে
দুটোকেই ব্লক করে দেয় ফেসবুকে

বন্ধুত্বের মাঝখানে নারী আসলেই
সম্পর্কের অবনতি
সুন্দরীর কাছে ব্লক খেয়ে দুজন
বুঝতে পারে পরিণতি

ভার্চুয়াল প্রেম বড্ড ঠুনকো
মনের গোপন অভিলাষ
বন্ধু বন্ধু'তে ফাটল ধরায়
থাকে বন্ধুত্বের লাশ

পুরনো বন্ধু দুজন দুজনকে মিস করে
নিজেদের ভুলগুলো বুঝে 
সব ভুলে তারপর পুরনো বন্ধুত্ব তারা
নতুন করে পায় খুঁজে।

২৮ জুলাই, ২০২০

#রম্য_কবিতা
ভার্চুয়াল বন্ধুত্ব ও প্রেম 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।


















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন