এক সময় কোন এক অনলাইন কবিতার গ্রুপ থেকে নোটিশ এলো -
বইমেলা উপলক্ষে কবিতা আহ্বান,
আমি এ জাতীয় আহ্বানে সাড়া দেই না কখনো;
এক সময় গ্রুপ এর নেতা গোছের একজনের কাছ থেকে আবেদন এলো
- ভাই, একটি দুটি কবিতা দেন
গ্রুপ এর কিছু বাছাই করা লেখকের কবিতা নিয়ে বই ছাপাবো
আমি বললাম
- ভাই, আমি কবিতা লিখতে পারি না
উত্তর এলো
- খুব ভালোই পারেন, গ্রুপে তো ঠিকই দেন
বই এর জন্য একটি দুটি দেন;
আমি প্রেমে গদগদ হাবিজাবি একটি লেখা পাঠিয়ে দিলাম;
কয়েকদিন পর মেসেজ এলো
- ভাই অভিনন্দন, আপনার কবিতা সিলেক্ট হয়েছে
আমি বললাম
- খুব ভালো, তা এখন কি করতে হবে?
জবাব এলো
- অনেক খয় খরচায় বিষয় তো! তাই সবার কাছ থেকে ডোনেশন চাইছি;
একটু অবাক হয়ে বললাম
- ডোনেশন নিয়ে কবিতার বই? তা কত ধরেছেন?
ওরা পাহাড় প্রমাণ এক দাম হাঁকল
- আমি বললাম এ দিয়ে তো পুরো একটা বই বের করা যায়
আর এক কবিতার জন্য এত ডোনেশন?
দু দিন পরে আবার মেসেজ আসলো
- ভাই কিছু ডোনেশন দেন
আমি জিজ্ঞাসা করলাম, কত?
এবার টিলা ডাকল
- আমি বললাম
- ভাই বাদ দেন
আরো দু দিন পরে আবার ফোন
- ভাই অল্প কিছু দেন
আমি বললাম
চিন্তা করে দেখি
দুদিন আমার দিক থেকে কোন সাড়া না পেয়ে একটা মেসেজ এলো
- ভাই আপনার লেখাটা কবিতা হয় নি
আমি উত্তর পাঠালাম
- ভাই আগেই তো বলেছিলাম, আমি কবিতা লিখতে পারি না;
তারপর কোন একদিন দেখি গ্রুপে ব্লক হয়ে গিয়েছি
- আমি মনে মনে হেসে বললাম, শালার ডোনেশন!
২৫ জুলাই, ২০২০
#কবিতা
শালার ডোনেশন
- যাযাবর জীবন
বইমেলা উপলক্ষে কবিতা আহ্বান,
আমি এ জাতীয় আহ্বানে সাড়া দেই না কখনো;
এক সময় গ্রুপ এর নেতা গোছের একজনের কাছ থেকে আবেদন এলো
- ভাই, একটি দুটি কবিতা দেন
গ্রুপ এর কিছু বাছাই করা লেখকের কবিতা নিয়ে বই ছাপাবো
আমি বললাম
- ভাই, আমি কবিতা লিখতে পারি না
উত্তর এলো
- খুব ভালোই পারেন, গ্রুপে তো ঠিকই দেন
বই এর জন্য একটি দুটি দেন;
আমি প্রেমে গদগদ হাবিজাবি একটি লেখা পাঠিয়ে দিলাম;
কয়েকদিন পর মেসেজ এলো
- ভাই অভিনন্দন, আপনার কবিতা সিলেক্ট হয়েছে
আমি বললাম
- খুব ভালো, তা এখন কি করতে হবে?
জবাব এলো
- অনেক খয় খরচায় বিষয় তো! তাই সবার কাছ থেকে ডোনেশন চাইছি;
একটু অবাক হয়ে বললাম
- ডোনেশন নিয়ে কবিতার বই? তা কত ধরেছেন?
ওরা পাহাড় প্রমাণ এক দাম হাঁকল
- আমি বললাম এ দিয়ে তো পুরো একটা বই বের করা যায়
আর এক কবিতার জন্য এত ডোনেশন?
দু দিন পরে আবার মেসেজ আসলো
- ভাই কিছু ডোনেশন দেন
আমি জিজ্ঞাসা করলাম, কত?
এবার টিলা ডাকল
- আমি বললাম
- ভাই বাদ দেন
আরো দু দিন পরে আবার ফোন
- ভাই অল্প কিছু দেন
আমি বললাম
চিন্তা করে দেখি
দুদিন আমার দিক থেকে কোন সাড়া না পেয়ে একটা মেসেজ এলো
- ভাই আপনার লেখাটা কবিতা হয় নি
আমি উত্তর পাঠালাম
- ভাই আগেই তো বলেছিলাম, আমি কবিতা লিখতে পারি না;
তারপর কোন একদিন দেখি গ্রুপে ব্লক হয়ে গিয়েছি
- আমি মনে মনে হেসে বললাম, শালার ডোনেশন!
২৫ জুলাই, ২০২০
#কবিতা
শালার ডোনেশন
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন