ভাই বন্ধু কাছের লোকজন
এককালেতে ছিল সবই রে
পরিবার পরিজন আত্মীয় স্বজন
চারিদিক যে ছিল রে ঘিরে
কালের নৌকোয় গা ভাসিয়ে
একে একে চলে গেলো অ
অনেক অনেক দূরে......
কেন?
জানি না
কেন
জানি না
হয়তো জানি
তবু আমার মন মানে না।
সেদিন সুদিন ছিল ঘিরে
অর্থ ছিল কাড়ি কাড়ি
সবার কাছেই মূল্য ছিল
সবাই তখন চারিদিকে
আমাকেই যে ঘিরে ছিল
কালেররররর বিবর্তনে
ভাগ্য দেবী মুখ ফেরালো
যে মানুষগুলো ছিল ঘিরে
আমায় ছেড়ে একে একে
অনেক দূরে গেল ছেড়ে
হায়রেএএ মাআআনুষসসস
হায়রে হায় হায়রে এ মানুষ।
পথের ফকির আমি হলাম
তবেই যেন মানুষ চিনলাম
সবাই হলো টাকার গোলাম
সব হারিয়ে এই বুঝলাম
শূন্য যেদিন পকেট আমার
বন্ধু স্বজন সব হারালাম
হায়রে মানুষ
এ তুই কি করলি আচার
তোদের এটা কেমন বিচার
মনুষ্যত্ব পথের ধুলায়
মানুষ ওরে সালাম তোমায়।
দুর্দিন কাটে অনাহারে এ এ
অসুখ দেহে ডানা মেলে
বন্ধু বান্ধব তাই দেখে
ঐ আকাশে গেল উড়ে
কোথায়
কোথায়
কোথায়
স্বার্থ যেথায়......
স্বার্থ যেথা বন্ধু সেথা
সম্পর্কের মূল্য কোথা
প্রশ্ন করি যারেই আমি
মুচকি হেসে হেঁটে চলে
ভেবে পাই না শ্রেষ্ঠ জাতি
নিজেরে এরা মানুষ বলে।
আজকে আমি বুঝতে পারি
স্বার্থের ইটে গড়ে মাকান
কেও কারো নয় ত্রিভুবনে
মানুষ খোঁজে টাকার দোকান
কাজ ফুরোলে যে যার পথে
চুষে নিয়ে ছিবড়ে করে
হয়না দ্বিধা একটুখানি
ফেলে দিতে ডাস্টবিনেতে
হায়রে মানুষ
হায়রে হায় হায়রে মানুষ।
তালা বন্ধ আমার দোকান
আর কিছু নেই অবশিষ্ট
যদি কিছু চেয়ে ফেলি
হায়রে স্বজন দেখায় পৃষ্ঠ
অবাক আমি চেয়ে দেখি
খোঁজে তারা নতুন দোকান
যেথায় ভরা অনেক মালে
ঝাঁপিয়ে পড়ে তার ওপরে
স্বার্থ গুলো হাসিল হলে
যে যার পথে হেঁটে চলে
পিছে ফিরে একবার না চায়
কি পরিণয় দোকান খানায়
ওপরওয়ালা নিয়া সময়
বানাইছে যে স্বার্থের কারিগর
মানুষ বলিস কারে তোরা
এই নাকি রে তোর পরিচয়
চাই না আমি এমন মানুষ
জ্বালিয়ে পিদিম স্বার্থ ফানুস
যা উড়ে যা অনেক ওপর
খোদা-তালার শ্রেষ্ঠ মানুষ
হায়রে মানুষ
হায়রে হায় হায়রে মানুষ।
টাকা কড়ি বাড়ি গাড়ি
দুই দিনেরই বাহাদুরি
আমায় দেখে শিক্ষা নে রে
পথের ফকির রাস্তায় ঘোরে
কাল যে ছিল আমার সময়
তোরা তখন ছিলি ঘিরে
উড়িয়েছি যে তোদের পিছে
আমার যত ছিল ঢেলে
বেহিসাবি জীবনেরই
প্রতিদান আজ যে মেলে
বুঝি নি যে জীবন ফুলে
মধু শেষ হয়ে গেলে
মৌমাছি সব উড়ে চলে
নতুন ফুলের সন্ধানেতে
ছিবড়ে হওয়া নিঃসাড় ফুল
ঢলে পড়ে মৃত্যুরই কোলে
ছিবড়ে করে আমায় তোরা নিয়ে গেলি প্রাণ
অনেক বড় বন্ধুত্বের দিলি রে প্রতিদান।
এককালেতে ছিল সবই রে
পরিবার পরিজন আত্মীয় স্বজন
চারিদিক যে ছিল রে ঘিরে
কালের নৌকোয় গা ভাসিয়ে
একে একে চলে গেলো অ
অনেক অনেক দূরে......
কেন?
জানি না
কেন
জানি না
হয়তো জানি
তবু আমার মন মানে না।
সেদিন সুদিন ছিল ঘিরে
অর্থ ছিল কাড়ি কাড়ি
সবার কাছেই মূল্য ছিল
সবাই তখন চারিদিকে
আমাকেই যে ঘিরে ছিল
কালেররররর বিবর্তনে
ভাগ্য দেবী মুখ ফেরালো
যে মানুষগুলো ছিল ঘিরে
আমায় ছেড়ে একে একে
অনেক দূরে গেল ছেড়ে
হায়রেএএ মাআআনুষসসস
হায়রে হায় হায়রে এ মানুষ।
পথের ফকির আমি হলাম
তবেই যেন মানুষ চিনলাম
সবাই হলো টাকার গোলাম
সব হারিয়ে এই বুঝলাম
শূন্য যেদিন পকেট আমার
বন্ধু স্বজন সব হারালাম
হায়রে মানুষ
এ তুই কি করলি আচার
তোদের এটা কেমন বিচার
মনুষ্যত্ব পথের ধুলায়
মানুষ ওরে সালাম তোমায়।
দুর্দিন কাটে অনাহারে এ এ
অসুখ দেহে ডানা মেলে
বন্ধু বান্ধব তাই দেখে
ঐ আকাশে গেল উড়ে
কোথায়
কোথায়
কোথায়
স্বার্থ যেথায়......
স্বার্থ যেথা বন্ধু সেথা
সম্পর্কের মূল্য কোথা
প্রশ্ন করি যারেই আমি
মুচকি হেসে হেঁটে চলে
ভেবে পাই না শ্রেষ্ঠ জাতি
নিজেরে এরা মানুষ বলে।
আজকে আমি বুঝতে পারি
স্বার্থের ইটে গড়ে মাকান
কেও কারো নয় ত্রিভুবনে
মানুষ খোঁজে টাকার দোকান
কাজ ফুরোলে যে যার পথে
চুষে নিয়ে ছিবড়ে করে
হয়না দ্বিধা একটুখানি
ফেলে দিতে ডাস্টবিনেতে
হায়রে মানুষ
হায়রে হায় হায়রে মানুষ।
তালা বন্ধ আমার দোকান
আর কিছু নেই অবশিষ্ট
যদি কিছু চেয়ে ফেলি
হায়রে স্বজন দেখায় পৃষ্ঠ
অবাক আমি চেয়ে দেখি
খোঁজে তারা নতুন দোকান
যেথায় ভরা অনেক মালে
ঝাঁপিয়ে পড়ে তার ওপরে
স্বার্থ গুলো হাসিল হলে
যে যার পথে হেঁটে চলে
পিছে ফিরে একবার না চায়
কি পরিণয় দোকান খানায়
ওপরওয়ালা নিয়া সময়
বানাইছে যে স্বার্থের কারিগর
মানুষ বলিস কারে তোরা
এই নাকি রে তোর পরিচয়
চাই না আমি এমন মানুষ
জ্বালিয়ে পিদিম স্বার্থ ফানুস
যা উড়ে যা অনেক ওপর
খোদা-তালার শ্রেষ্ঠ মানুষ
হায়রে মানুষ
হায়রে হায় হায়রে মানুষ।
টাকা কড়ি বাড়ি গাড়ি
দুই দিনেরই বাহাদুরি
আমায় দেখে শিক্ষা নে রে
পথের ফকির রাস্তায় ঘোরে
কাল যে ছিল আমার সময়
তোরা তখন ছিলি ঘিরে
উড়িয়েছি যে তোদের পিছে
আমার যত ছিল ঢেলে
বেহিসাবি জীবনেরই
প্রতিদান আজ যে মেলে
বুঝি নি যে জীবন ফুলে
মধু শেষ হয়ে গেলে
মৌমাছি সব উড়ে চলে
নতুন ফুলের সন্ধানেতে
ছিবড়ে হওয়া নিঃসাড় ফুল
ঢলে পড়ে মৃত্যুরই কোলে
ছিবড়ে করে আমায় তোরা নিয়ে গেলি প্রাণ
অনেক বড় বন্ধুত্বের দিলি রে প্রতিদান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন