শনিবার, ২৯ আগস্ট, ২০২০

দিন আর রাতের তফাৎ

সকালটা দেখি না কতদিন!
আমি ঘুমে থাকতেই সূর্য আকাশে
চারিদিকে পাখির কিচিমিচি
দু-একটি আমার জানালায় বসে

দুপুরটা দেখা হয় প্রতিদিন
কাছে যাওয়া হয় না
সূর্যের প্রখর উত্তাপ
চামড়ায় সয় না

বিকেলটা বিষণ্ণ
আধো আধো আলো
পাখিরা ঘরে ফিরছে
ওরা বেশ আছে ভালো

সন্ধ্যাটা বড্ড টানে
কাছে যেতেই যত ভয়
লাল আকাশটা দেখলেই
কেন জানি মন খারাপ হয়

চাঁদ আমার বড্ড প্রিয়
জ্যোৎস্না তার থেকেও বেশি
অমাবস্যার রাতগুলো কালো
যখন ঘুমিয়ে থাকে শশী

সবার কাছে রাতটা ঘুমানোর
জেগে থাকি আমি
আমার নিদ্রাহীন চোখে
ঘুমটা সবচেয়ে দামী

প্রহর প্রহর আলসেমিতে
দিন গিয়ে রাত এলো
কর্মজীবীর কর্মহীনতায়
নষ্ট হলো কাজের সময়গুলো

অসহনীয় এক সময়ের ভেতর
আজকে আমরা সবাই
দিন আর রাতের তফাৎ
সত্যিই আজ আমার কাছে নাই।

২২ আগস্ট, ২০২০

#কবিতা
দিন আর রাতের তফাৎ
 - যাযাবর জীবন

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন