কাল মানুষটার সাথে কত্ত মজা করেছি গল্পে আড্ডায় মেতে
সেও হাসি দুষ্টুমিতে আসর মাতিয়ে রেখেছিলো আড্ডা শেষ হতে হতে
আজ খবর পেলাম, নেই সে; খুব আশ্চর্য! তাই না?
না, আমি কাঁদব না;
এই যে হুটহাট কাছের মানুষগুলোর চলে যাওয়া, মেনে নেয়া যায়?
বলা নেই কওয়া নেই খুব হঠাৎ হঠাৎই এক একজন নাই হয়ে যায়
কিছুদিন তার কথা মনে পড়ে তারপর যে যার ব্যস্ততায়
জীবন এগিয়ে চলে, সময়ের পায় পায়;
কারো জন্যই কিছু থেমে থাকে না, রয়ে যায় কিছু স্মৃতি
খুব কাছের মানুষ দীর্ঘশ্বাস ফেলে এটাই হয়তো রীতি
তাদের মধ্যে সবচেয়ে অসহায় একজন, জানো সে কে?
ওপরওয়ালা জীবন সঙ্গিনী করে পাঠিয়েছিলো তাকে যে;
মৃত্যুটা অবধারিত জানা আছে সবার
সময়টা অনির্ধারিত জানা নেই কখন যে আসবে কার
কে জানে কাল সকালটা দেখব কি দেখব না!
সময়ই বলে দেবে, তাই না?
২৪ আগস্ট, ২০২০
#কবিতা
হঠাৎ হঠাৎই
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
সেও হাসি দুষ্টুমিতে আসর মাতিয়ে রেখেছিলো আড্ডা শেষ হতে হতে
আজ খবর পেলাম, নেই সে; খুব আশ্চর্য! তাই না?
না, আমি কাঁদব না;
এই যে হুটহাট কাছের মানুষগুলোর চলে যাওয়া, মেনে নেয়া যায়?
বলা নেই কওয়া নেই খুব হঠাৎ হঠাৎই এক একজন নাই হয়ে যায়
কিছুদিন তার কথা মনে পড়ে তারপর যে যার ব্যস্ততায়
জীবন এগিয়ে চলে, সময়ের পায় পায়;
কারো জন্যই কিছু থেমে থাকে না, রয়ে যায় কিছু স্মৃতি
খুব কাছের মানুষ দীর্ঘশ্বাস ফেলে এটাই হয়তো রীতি
তাদের মধ্যে সবচেয়ে অসহায় একজন, জানো সে কে?
ওপরওয়ালা জীবন সঙ্গিনী করে পাঠিয়েছিলো তাকে যে;
মৃত্যুটা অবধারিত জানা আছে সবার
সময়টা অনির্ধারিত জানা নেই কখন যে আসবে কার
কে জানে কাল সকালটা দেখব কি দেখব না!
সময়ই বলে দেবে, তাই না?
২৪ আগস্ট, ২০২০
#কবিতা
হঠাৎ হঠাৎই
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন