মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

মেনে নেয়া

আমি অনুভবে খুব বুঝি, কে কে যেন প্রায়শই আমার খোঁজ করে
প্রতিদিন বহু বহুবার করে উঁকি মারে আমার ওয়ালে, 
হয়তো আমাকে বুঝতে চেষ্টা করে কিংবা হয়তো অন্য কিছু
আচ্ছা! আমি কি নিজেই আমাকে বুঝতে পারি?
সে বুঝবে কিভাবে?
ভালোবাসে কি?
কে জানে!

এই যে দূর দূর থেকে অনুভব! আর দূর দূরান্তের অনুভূতি!
বড্ড ব্রীড়া দেয় আজকাল, কখনো পীড়া,
কোন এক সময় ভালো লাগতো হয়তো
কিন্তু বদলে যাওয়ার পরে অনুভূতিগুলোই পীড়া; 
ভালোবাসাটা বোঝা যায় খুব সহজেই
বদলে যাওয়াটা কি মেনে নিতে কষ্ট হয়?
কই! আমার তো কষ্ট হয় নি বদলাতে!
আগে বৃষ্টিতে ভিজতে ভালো লাগতো
এখন বৃষ্টি দেখতেই বেশী ভালো লাগে
আগে নদী দেখলেই ভেসে যেতাম, বয়ে যেতাম
এখন শুধুই নদীর বয়ে যাওয়া দেখি
আগের অনুভূতি ছিলো ঠোট চুমুতে
এখন চা চুমুতেই আনন্দ পাই বেশি 
আগে টান ছিলো ভালোবাসার
এখন মৃত্যুর টানটাই বেশি;

আজকাল দিনগুলো বেশ ভালোই কাটছে আমার অনুভূতিহীন
অথচ একটা সময় ছিলো ভার্চুয়ালে তুই,আমি, ও, সে আর তারা ছিলো প্রতিদিন;
জীবনটাই পরিবর্তনশীল হোক সে ভার্চুয়ালে কিংবা সত্যিকার জীবনে,
পরিবর্তনটা সবাই মেনে নিতে পারে না
মেনে নিতে পারে না প্রিয়জনের মৃত্যু
অথচ মেনে নিতে হয়,
তাই না? 

বদলে যাওয়াটাও একপ্রকার মনের মৃত্যু,
সবাই বোঝে না।


২৬ জুলাই ২০২০

#কবিতা
মেনে নেয়া 
 - যাযাবর জীবন  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন