কয়েদী পেট পাথর চাপা ক্ষুধা
খয়ের খাঁ জীবন কেটে যাচ্ছে বেশ
গরম হলেই কি আর গরম দেখানো যায়?
ঘষটে ঘষটে জীবন পার, আমজনতার
ঙ রঙ দেখে দেখে ক্ষুধায় চোখ অন্ধকার;
চাটার মানসিকতা চারিদিকে
ছা পোষা একঘেয়ে জীবনে
জিহ্বা সংযত না করতে পারলেই
ঝড়ের ঝাপটা বড্ড বেশী পিঠের পরে
ঞ’র কুজ কি আর ঝঞ্ঝা সামলাতে পারে?
ট্যাঁকে জোড় আছে কজনার?
ঠকছে হরেদরে আমজনতা
ডামাডোল বাজিয়েই আজকাল ডাকাতি চলে
ঢাক বাজিয়ে ছুড়ি চালায় গলে
ণত্ব বিধান না মেনেই ঋণে জর্জরিত সকলে;
তথাকথিত কিছু তঞ্চক সমাজের মাথা
থামাবে কে তাদের তঞ্চকতা?
দায়িত্ব কথাটা আজকাল ডিকশনারির শোভা
ধকল সইতে গেলেই বড্ড হ্যাপা
নিরাশায় ছাওয়া ঐ মুখগুলো আর ক্ষুধা;
পাশ কাটানো মানসিকতা সবার মাঝেই কমবেশি
ফিকির করতে হয় আগে পেটের
বাঁকা পথেই যখন পকেট ভারী
ভক্তি গদগদ চেহারায় কি চাটাই চাটে উরি!
মধু মুখ দেখেই সন্তুষ্ট ওপরওয়ালা ভারি;
যেনতেন ভাবেই সাধারণের দিনাতিপাত
রবার ঘষে ঘষে দুঃখগুলো মোছা
লোভ কার না আছে সুস্থ জীবনের?
শুধু ক্ষুধায় অন্ধকার চারিধার
ষড়রিপু রক্তে আর যত ব্যভিচার;
সবকিছুর মূলেই ক্ষুধা
হাসি ফোটে পেট ভরলেই
ড় তে ভরপুর ক্ষুধার কামড়
ঢ় আসলেই রূঢ় বাস্তব
য়’তে ক্ষুধায় কাতর জনগণ
ৎ তে অকস্মাৎ মরণ
ং ক্ষুধার অংশ
ঃ তে দুঃখ কেন্দ্রবিন্দু
“ঁ” আদতে ক্ষুধার চঁন্দ্রবিন্দু।
২৪ জুলাই, ২০২০
#কবিতা
ক্ষুধার ব্যঞ্জনবর্ণ
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
খয়ের খাঁ জীবন কেটে যাচ্ছে বেশ
গরম হলেই কি আর গরম দেখানো যায়?
ঘষটে ঘষটে জীবন পার, আমজনতার
ঙ রঙ দেখে দেখে ক্ষুধায় চোখ অন্ধকার;
চাটার মানসিকতা চারিদিকে
ছা পোষা একঘেয়ে জীবনে
জিহ্বা সংযত না করতে পারলেই
ঝড়ের ঝাপটা বড্ড বেশী পিঠের পরে
ঞ’র কুজ কি আর ঝঞ্ঝা সামলাতে পারে?
ট্যাঁকে জোড় আছে কজনার?
ঠকছে হরেদরে আমজনতা
ডামাডোল বাজিয়েই আজকাল ডাকাতি চলে
ঢাক বাজিয়ে ছুড়ি চালায় গলে
ণত্ব বিধান না মেনেই ঋণে জর্জরিত সকলে;
তথাকথিত কিছু তঞ্চক সমাজের মাথা
থামাবে কে তাদের তঞ্চকতা?
দায়িত্ব কথাটা আজকাল ডিকশনারির শোভা
ধকল সইতে গেলেই বড্ড হ্যাপা
নিরাশায় ছাওয়া ঐ মুখগুলো আর ক্ষুধা;
পাশ কাটানো মানসিকতা সবার মাঝেই কমবেশি
ফিকির করতে হয় আগে পেটের
বাঁকা পথেই যখন পকেট ভারী
ভক্তি গদগদ চেহারায় কি চাটাই চাটে উরি!
মধু মুখ দেখেই সন্তুষ্ট ওপরওয়ালা ভারি;
যেনতেন ভাবেই সাধারণের দিনাতিপাত
রবার ঘষে ঘষে দুঃখগুলো মোছা
লোভ কার না আছে সুস্থ জীবনের?
শুধু ক্ষুধায় অন্ধকার চারিধার
ষড়রিপু রক্তে আর যত ব্যভিচার;
সবকিছুর মূলেই ক্ষুধা
হাসি ফোটে পেট ভরলেই
ড় তে ভরপুর ক্ষুধার কামড়
ঢ় আসলেই রূঢ় বাস্তব
য়’তে ক্ষুধায় কাতর জনগণ
ৎ তে অকস্মাৎ মরণ
ং ক্ষুধার অংশ
ঃ তে দুঃখ কেন্দ্রবিন্দু
“ঁ” আদতে ক্ষুধার চঁন্দ্রবিন্দু।
২৪ জুলাই, ২০২০
#কবিতা
ক্ষুধার ব্যঞ্জনবর্ণ
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন