মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

নানা রঙে রঙিন

কত রঙের মানুষ দেখি
কত রঙের মন!
আমিও বদলাতে শিখেছি
গিরগিটির মতন

খোলস বদলায় গিরগিটি
প্রয়োজন মতন
আমিও গিরগিটি সাজি
যখন তখন

খোলস বদলায় সাপ
প্রয়োজন হলে
আমার দাঁতেও বিষ
ছোবল খেলে

গিরগিটি আর সাপ
খুবই তুচ্ছ প্রাণী
সবচেয়ে ভয়ঙ্কর মানুষ 
নিজেকে দেখে জানি

একই জাতের সকল পশু
একই আচরণে বন্য
শত মানুষের শত রূপ
সবাই সবার থেকে ভিন্ন

পশুকুলে সবচেয়ে হিংস্র
মানুষ নামের পশু
অথচ জন্মের সময়
সকলেই অবলা শিশু

অর্থ অনর্থের মূল 
রঙ বদলায় মানুষ
সম্পর্কে অর্থ মানেই 
পুড়ে যাওয়া ফানুস

কতরকম সম্পর্ক দেখি
রঙের দুনিয়ায়
স্বার্থের প্রয়োজনে
মুহূর্তে রঙ বদলায়

মুহূর্তেই সম্পর্ক তৈরি 
কত তার ধরন!
আবার মুহূর্তেই বিচ্ছেদ
তুচ্ছ কোন কারণ

প্রেমের কত রঙ দেখি
প্রেমিকের কত ঢং
তুচ্ছ কারণে প্রেম বদলায় 
প্রেমিকা ক্ষণে ক্ষণ

রংবেরঙের ভালোবাসা
বেশিরভাগ শরীর নির্ভর
শরীরের চাহিদা না মিটলে
হরেদরে ভাঙছে ঘর

সম্পর্কও খোলস বদলায়
সাপের মতন
মানুষ খোলস বদলায়
স্বার্থের প্রয়োজন

নানা রঙের মানুষ দেখে
আমিও হচ্ছি রঙিন
সাপ আর গিরগিটি সেজে
বেশ কাটিয়ে দিচ্ছি দিন।


২৯ জুলাই, ২০২০

#কবিতা
নানা রঙে রঙিন  
 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন