রবিবার, ১৬ আগস্ট, ২০২০

মুখোশের আড়ালে মুখোশ

অনুভূতিগুলোর বিভিন্ন নাম আছে, আলাদা আলাদা;
সুখ-দুঃখ, হাসি-কান্না, সন্তোষ-অসন্তোষ
প্রেম প্রীতি, রাগ অভিমান, ভালোবাসা ঘৃণা
খুব কঠিন কি অনুভূতিগুলো চেনা?

একটু কঠিন বৈকি,
উঁহু! তোমার নিজের অনুভূতির কথা বলছি না;
মানুষের চেহারায় নাকি অনুভূতি ফুটে ওঠে!
তাই কি? মানুষ যে আজকাল থাকে মুখোশ পড়ে!
অনুভূতি বুঝব কি করে?

আরে, মানুষ'কে কেন বলছি?
আমি নিজেই তো মুখে মুখোশ পরি,
মানুষকে দেখানোর দরকার আছে কি আমার অনুভূতিগুলো
নিজেতে নিজে দুমড়ানো মোচড়ানো তার থেকে ঢের ভালো, 
বিশেষ করে ঋণাত্মক অনুভূতিগুলো'তো একান্তই আমার
মুখোশের আড়ালে মুখ ঢাকি বারবার,
হাসি মুখে দুঃখ ঢাকতে পারে কজনা?
সুখি সুখি চেহারার মুখোশে থাকুক না ঢাকা অশান্তি আর ঘৃণা; 

ক্ষুধাও কিন্তু একটা অনুভূতি
পেটের ও শরীরের
এ অনুভূতিটা খুব সহজে ঢেকে রাখা যায় না,
ক্ষুধায় কেঁদেছ কখনো? হাসি মুখে?
কামের ক্ষুধা সে তো মাঝে মধ্যেই ভেসে ওঠেই চোখে মুখে
আমি মুখোশের আড়ালে, মুখোশ মুখে;

ধনাত্মক অনুভূতিগুলো হঠাৎ হঠাৎ দেখে ফেলে সবাই
খুব সাবধানে ঋণাত্মক অনুভূতিগুলোতে শুধু আমি একাই,
হাসি আটা মুখোশ মুখে
আমাকে পাশে পাবে কিন্তু তোমাদের দুখে;

মানুষের কাছে আমার কিছু অনুভূতি না হয় রইলোই অজানা!
এতই সোজা! মানুষ চেনা;
মুখোশের আড়ালেও কিছু মুখোশ থাকে
আয়নার সামনেও আমি মুখোশ মুখে।


১৩ আগস্ট, ২০২০

#কবিতা
মুখোশের আড়ালে মুখোশ
 - যাযাবর জীবন

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন