সম্পর্কের টানাপোড়ন
- যাযাবর জীবন
একটা পাহাড় বরফ ঘেরা
একটা ঝড় পাহাড়ি ধ্বস
বরফ গলা পাহাড়ি ঝর্ণা
সমতলে নদী মিঠে পানি
সাগরে গড়াতে লবণ
পাহাড়ের কান্না;
পাহাড়, বরফ, ঝর্ণা
নদীর বয়ে যাওয়া আর সাগরের লবণ
প্রকৃতি মালা গাঁথে সম্পর্কের
পাহাড়ের সাথে সাগরের;
একটা বিবাহ
একটা সম্পর্ক
আইনের কাগজে মোড়া,
একটু ভুল বোঝাবুঝি
কিছু অভিমান
রাগ দুঃখ কান্না আর অপমান
খুব সূক্ষ্ম সুতায় সম্পর্ক দোদুল্যমান
ভালোবাসা না থাকলে কাগজের কি দাম?
সম্পর্ক প্রকৃতির
সম্পর্ক মানবের
সুঁই এ গাঁথা সুতোয় বাঁধা,
এক হলে হাসে
সামনে জীবনের ঔজ্জ্বল্য দেখে,
কিংবা বিচ্ছিন্নতায় কাঁদে
পেছনে ফেলে যায় মায়া;
আমরা আকাশে শুধু উড়ন্ত ঘুড়িটাই দেখি
লাটাইয়ে জড়ানো সুতোয় বাঁধা
কিংবা সুতো ছেঁড়া;
আকাশে ঘুড়ির সুতো কে দেখে, খালি চোখে?
সম্পর্কের টানাপোড়ন কে দেখে, দূর থেকে?
সম্পর্কের বিচ্ছেদ হলে কে ছাড়ে, পিছুকথা বলতে?