বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

কক্ষচ্যুত



কক্ষচ্যুত
- যাযাবর জীবন

অনেকটা অন্ধকার পেরিয়ে তবেই আলো
অথচ দিন পাড়ি দিতে না দিতেই রাত
ঘুমঘোরে স্বপ্ন
জাগরণে তোর দাগ,
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র
যার যার নিজস্ব কক্ষে
কক্ষচ্যুত তুই
কক্ষচ্যুত আমি
ভালোবেসেছিলাম বলে;

দাবানলে বন পুড়ে
প্রেমানলে তুই
পাথর হয়ে গেছি আমি
স্থবির পরে রই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন