শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

শরীর সাধনা



শরীর সাধনা
- যাযাবর জীবন

প্রেম ভেতর নয়
প্রেম নয় বাহির
প্রেম কামনা
শরীরে শরীর
গাছের মাথা উঁচু পাহাড় দেখতে
না হোক সঙ্গম, তৃপ্ত আত্মরতিতে;
স্পর্শ প্রেমের শরীর সাধনা
ভালোবাসা খুঁজতে গন্তব্য বিছানা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন