স্বপ্ন ঘোরে স্বপ্ন জগতে
- যাযাবর জীবন
রাতের পর রাত তোকে নিয়ে দেখা স্বপ্নগুলো
পুড়ে ছাই ভোরের সূর্যে
হয়তো কিছু বেঁচে যায় মেঘের ছায়ায়
গলে গলে পড়ে বৃষ্টির কান্নায়,
আমার দীর্ঘশ্বাসের ক্লান্ত দিন
আর রোদে পোড়া বৃষ্টিতে ভেজা স্বপ্নগুলো
সূর্য ডোবার অপেক্ষায়
আবার নতুন স্বপ্ন দেখবে বলে, রাতের কালিমায়;
স্বপ্ন ঘোরে স্বপ্ন জগতে বারবার মন ছুটে যায়
স্বপ্ন দেখবে বলে মনের অলীক কল্পনায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন