সোমবার, ১৮ জুলাই, ২০১৬

প্রেমের জ্যামিতি



প্রেমের জ্যামিতি
- যাযাবর জীবন

উত্তুরে বাতাস দখিনে বয়
পূবের সূর্য ডুবে পশ্চিমে
আমার নৈর্ঋত যাত্রা
তো তোর ঈশানে,
চুমুর আঠায় ঠোঁট লাগুক আর না লাগুক
প্রেমের ঠোকাঠুকি চলতেই থাকে মনে
দাম্পত্য জীবনে;
ঊষালগ্নের ভালোবাসা কখনো রাগে লাল সন্ধ্যের সূর্যে
অথচ প্রেম প্রহরের অর্ধ গোলক পূর্ণ হয়নি তখনো
রাগের লাল অভিমানের মেঘে কালো হয় মনে কান্না এলে
পাথরে দাগ কাটে না নোনাজল
হৃদয়ে বিষাদের শ্যাওলা,
রাত নামলে মাঝে কোলবালিশ
খাটের দুপাশে দুজন পেছন ফিরে;

রাতের নির্জনে শরীর কথা বলতেই
চুমু ঠোঁটে
অভিমান গলে পড়তেই ভালোবাসা বুকে
বিছানায় ঝড় উঠতেই প্রেম তুঙ্গে;
দাম্পত্য এমনই এক টক ঝাল তেতো মিষ্টির সমারোহ
কখনো হাসি কখনো কান্না কখনো বা বিরহ
প্রেমের বলয়ে বন্দী এক সম্পর্ক;
ভালোবাসা কখনো ব্যস পূর্ণ করে
কখনো ব্যাসার্ধে থমকে যায়
বৃত্ত থেকে বের হয়েছে কে কবে?
বৃত্তবন্দী সম্পর্ক পরিধি ছিঁড়ে যখনই বের হতে চায়
ব্যঙ্গ করে প্রেমের জ্যামিতি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন