রবিবার, ৩১ জুলাই, ২০১৬

অপলাপ


অপলাপ
- যাযাবর জীবন

মনে প্রতিস্থাপিত মন
ঠোঁটে ঠোঁট
শরীর ঘেঁষে শরীরে
কুঁচকানো বিছানার চাদর
সবাই দেখি প্রেম আঁকে;
মনে মন স্পর্শ না হলে
শরীর, শরীর থেকে দূরে থাকলে
চোখে বৃষ্টি নামলে
সবাই দেখি বিরহ ডাকে?

মিথ্যে বলা হবে যদি বলি আমার ঠোঁটে ঠোঁট লাগে নি
সত্যের অপলাপ হবে যদি বলি আমার চোখ লবণ চাটে নি
ভালোবেসেছিলাম কি কখনো?
তোকে?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন