তুই'ই কবিতা
- যাযাবর জীবন
আমার জীবনে একটাই কবিতা
- 'তুই'।
বাকি সবই গল্পকথা;
কয়েকটি ছোট গল্পের মত
শেষ হয়ে যায় তবুও হয় না শেষ
কোথায় জানি একটু রয়ে যায় রেশ,
অল্প কিছু একদম কঠোর প্রবন্ধ
জেদি, কঠিন
একদমই বুঝতে চায় না
এক জীবনে একটি তুই এর পর
আর কোন তুই হতেই পারে না;
আমি তো আর কখনই কোন কবিতা লিখব না
- 'তুই হীনা'।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন