সোমবার, ২৫ জুলাই, ২০১৬

তো'তে ডুব



তো'তে ডুব
- যাযাবর জীবন

বেলা ডুবছিল যখন জীবন সায়াহ্নে
হাত ধরেছিলি তুই ভালোবেসে
এলো চুলে টেনে নিতে প্রেমের সরোবরে
দেখছিলাম মরণ পাখির ওড়াউড়ি জীবন আকাশে
আমায় নিয়ে যেতে চির ঘুম ঘরে;
আমি বলেছিলাম তোকে চোখে চোখ চেয়ে
সময় ঘনিয়েছে আমার ওপারে পাড়ি জমাবার
যদি কোন একদিন হুট করে ঘুমিয়ে পড়ি
না ফেরার খাটে শুয়ে,
কোথায় লুকোবি কান্না সেদিন
লবণ ফেলবি কোন সাগরে?
হাতটা শক্ত চেপে ধরে পিছু ফিরেছিলি সেদিন
চোখ লুকোতে
আমা হতে।

ওরে পাগলি,
তুই মরণ বুঝিস জীবন বুঝিস না?
আমি হাসিতেও তোর
কান্নায়ও তোর
তো'তেই ডুবে আছি
ভোর থেকে গোধূলি পেরিয়ে
চাঁদ থেকে সূর্য অবধি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন