প্রেমের ছোটাছুটি
- যাযাবর জীবন
সকল প্রেমিকের চোখেই তার প্রেমিকা সবচেয়ে রূপবতী
সকল প্রেমিকার চোখেই তার প্রেমিক সবচেয়ে সুদর্শন,
নব বিবাহিত পুরুষ তার স্ত্রী' ছাড়া কিছু বোঝে না
নব বিবাহিত স্ত্রী তার স্বামী ছাড়া কিছু চেনে না;
তারপর সময়ের স্রোতে সময় গড়ায়
কালের স্রোতে কাল
সংসার জীবন
বাস্তবতার টানাপোড়ন
প্রেম ভালোবাসা? সে তো রাতের বিছানা;
তারপর
নরের চোখে - পরস্ত্রী সুন্দরীতমা, আহা, আহা!
নারীর চোখে - পর পুরুষ ধনকুবের, আহারে, আহা!
চোখাচোখি'তে শুরু প্রেমিক প্রেমিকার ভালোবাসা
ফুল দিয়ে শুরু স্বামী স্ত্রীর ফুলশয্যা
মহাকাল পাড় হয়ে কোলবালিশটা এখন পড়ে থাকে দুজনার মধ্যখানে
শরীরের চাহিদা মিটে গেলে,
কর্পূর-প্রেমের গন্ধ হয়তো কখনো কখনো
আনমনে ঘুমের ঘোরে
অনেক দূরে
কিংবা কোলবালিশের ওপারে,
খুব মাঝে মাঝে।
"তুই" এখনো দানা বেঁধে আছিস আমার মাঝে
সেই প্রথম দিনের মত,
আজো;
মহাকাল পাড়ি দিয়ে
বার্ধক্যের দোরগোড়ায় এসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন