রবিবার, ২৪ জুলাই, ২০১৬

অন্ধকার ভালোবাসা



অন্ধকার ভালোবাসা
- যাযাবর জীবন

আমি ছবি আঁকতে পারি না
তবুও তোর অবয়ব আঁকা হয়ে যায়
মনের ক্যানভাসের পাতায়;
নিজের অজান্তেই।

আমি কবিতা লিখতে পারি না
তবুও পেন্সিলের দাগ পড়ে যায়
তোকে ভালোবাসতে গিয়ে কবিতার খাতায়;
নিজের অজান্তেই।

আমি ভালোবাসতে পারি না
তাতে তোর ছিল বড্ড অভিমান
তবে কেন গাইছিস আজ বিরহের গান?
নির্ঘুম চোখে।

তুই দিনের মত তুই আলো
আমায় ভালোবেসে তুই মন করেছিলি কালো
অন্ধকার রাতে আয়নায় ছায়া পড়ে না;
আমি অন্ধকার, আমি কালো।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন