ভ্রমণ কল্পলোকে
- যাযাবর জীবন
জানালায় হেলান দিয়ে দেখি
আকাশে উড়ছে মেঘের ভেলা
আমারও মন ওড়ে
মেঘ হয়ে মন ভেসে যাই তোর তরে;
আকাশে পাখি ওড়ে, কখনো একলা, কখনো জোড়া
কখনো বা ঝাঁক বেঁধে
আমি মানুষের ঝাঁকে একা হয় যাই তোর কথা মনে এলে
পাখি ডানায় উড়ে যাই তোর ঘরে;
মেঘের ভেলা আর পাখির ডানায় আমি কল্পলোকে
হাতের রেখায় কোথাও খুঁজে পাই না তোকে
মনের খাতায় তুই বুকের মাঝে
বাস্তবে যোজন যোজন দূরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন