দিবাস্বপ্নে চাঁদ
- যাযাবর জীবন
দেখেছিস কতদূর?
চোখ যায় যতদূর;
চোখে ছানি এলে?
কাটিয়ে নেব নয়তো দেখব মনের চোখে;
চিনেছিস আমায়?
দেখেছি মনের আয়নায়;
কাঁচ ভেঙে গেলে?
ভাঙা কাঁচে পা কাটে ভালোবাসা মনের ঘরে;
রাতের অন্ধকারে দিবাস্বপ্ন দেখছিস কেন?
স্বপ্ন না দেখলে চাঁদ ধরব কিভাবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন