মাঠ আকাশ ও উঠোন
- যাযাবর জীবন
একটা হৃদয়
দিগন্ত মাঠ,
পশু পাখির আনাগোনা
একটা মন ছড়ানো
ধান ঠোকরায় কাক
ঘাস খায় গরু
হৃদয় কামড়ে
ক্ষত রয়ে যায়
হৃদয় জুড়ে;
একটা হৃদয়
বিশাল আকাশ,
অতিথি পাখি ওড়ে
ডানা ঝাপটায় ঘুরে ঘুরে
শীতের বিদায়ে পাখি বিদায়
মৌসুমি পাখি ঘরে ফেরে
আকাশের বুক চিরে
কিছু মায়ার পালক
আকাশে ওড়ে;
একটা হৃদয়
ঘরের উঠোন,
নূপুর পা
নাচে ঝনঝন
হিলের আঘাতে
রক্তাক্ত কখনো
হেঁটে যায়
নাচে গায়
উঠোন রক্তাক্ত করে;
হৃদয়ের ভেতর মন
পাখির আগমন
উৎফুল্ল,
হৃদয়ের ভেতর মন
নারীর আগমন
ভালোবাসা,
তারপর পাখির উড়ে যাওয়া
নারীর ছলাকলা
মন উদাস,
হয়তো কখনো
একটু এলোমেলো
তারপর নির্লিপ্ত;
মাঠ থাকলে পশু চরবে
আকাশ থাকলে পাখি উড়বে
উঠোন থাকলে নূপুর নাচবে
হৃদয় থাকলে তা ভাঙবে,
শাশ্বত সত্য;
নরের হৃদয় বলে কথা
নারীর ছলনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন