শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬

ঘুমঘোরে ঘুমস্বপ্ন



ঘুমঘোরে ঘুমস্বপ্ন
- যাযাবর জীবন

দিনভর রাতের অপেক্ষা
রাতভর তোর
মাঝে মাঝে অল্প কিছু বিরতি,
কিছু বিরতি অলীক স্বপ্নের
কিছু বিরতি আকাশ কুসুম কল্পনার
আর অল্প কিছু বিরতি চুমুর
তারপর আবার অপেক্ষা তোকে জড়িয়ে ধরে
মনে মনে;
দিন থেকে রাত অবধি।

তুই অলীক
আমি কল্পনায়
ভালোবাসা স্বপ্নে
চুমু ঠোঁটে
প্রেম অষ্টপ্রহর
কি এসে যায় দিনে কিংবা রাতে?

তারপর হাঠাৎই একদিন স্বপ্ন খেলবে না আমার চোখে
হঠাৎ করেই তোর স্বপ্নে চুমু পাবি না আর ঠোঁটে,
সেদিন বুঝে নিস হারিয়ে গিয়েছি ঘুমঘোরে মাটিতে,
খুব হঠাৎই;
সেদিন কান্না বসবে কি তোর দুচোখে?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন