চাঁদে আগুন
- যাযাবর জীবন
আজ পূর্ণিমা
আকাশে ফিনিক ফোঁটা জ্যোৎস্না
আজ পুড়ে যাচ্ছে অন্ধকার
চাঁদনির আগুন চাঁদে
পুড়ছে রাত্রি জ্যোৎস্নায়
পুড়ছে অন্ধকার পূর্ণিমায়
পুড়ছি আমি তো'তে;
কেও চন্দ্রস্নান করে চাঁদনি রাতে
কেও চাঁদ ধরে বামন হাতে
আমার বাড়ানো হাত তোর দিকে
তোর বাড়ানো মন সূর্যের পানে
তুই
আমি
আর প্রেম,
সবাই শূন্য হাতে অন্ধকারে
ক্ষরণ কথা বলে;
যোজন যোজন দূরত্ব তোর আর আমার মাঝে
যোজন যোজন দূরত্ব চাঁদ আর সূর্যে;
দূরত্ব ঘুচবে কি অন্ধকারে?
চল একবার চেষ্টা করে দেখি অমাবস্যায়
তুই আর আমি মিলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন