বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

শ্রেণিভেদ



শ্রেণিভেদ
- যাযাবর জীবন

তোরা ওপর তলার মানুষ
মস্ত তোদের বাড়ি মাটির অনেক ওপরে আবাস
তোদের হিসাবে আমাদের স্থান অনেক নিচে
টিনের চালা ঘরে'তে আমাদের বাস,
তোদের আর আমাদের মাঝে শ্রেণিভেদের অদৃশ্য পর্দা
পর্দা সরে গেলেই সর্বনাশ;
গাড়ি ছাড়া তোদের এক কদম চলে না
হিম শীতল এসির ঠাণ্ডায়, নরম সিটে এলিয়ে গা
আমাদের হাঁটা পথ শীত গ্রীষ্ম বর্ষায়
কদম মিলিয়ে পায়ে পা;
কখনো চোখাচোখি হয়ে গেলে তাচ্ছিল্য চোখে
বিরক্তিতে মুখ ফেরাস আকাশের দিকে
বড্ড বিব্রত হই আমরাও তখন
হাঁটা ধরি তোদের উল্টো দিকে;
তোদের
আমাদের
উহাদের
তাহাদের
সাদা কালো বাদামী, ওপরের চামড়ার বর্ণ
ভেতরে লাল কাটলে সকলের,
বর্ণ বৈষম্য মানুষেরই তৈরি
উঁচু নিচু ভেদাভেদে মনে'তে বৈরী
জীবন কতদিনের? মরণ অবধি,
মাটির সৃষ্টির মাটিতেই সমাধি;

এত অহংকার কিসের রে তোর?
হে মূর্খ মানব!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন